West Bengal CID Job: পশ্চিমবঙ্গে সিআইডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।ছেলে মেয়ে উভয়েই যোগ্য হলে (criminal investigation department recruitment) আবেদন করুন আবেদন করার আগে সবকিছু বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করুন। খুঁটিনাটি সব তথ্য নিচে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে যেমন দিন দিন একের পর এক দুর্নীতি বেড়ে চলেছে তেমনভাবেই সিআইডি থেকে শুরু করে রাজ্যের গোয়েন্দা বিভাগগুলি তাদের কাজের উপরে জোর দিয়েছে যথেষ্ট ভাবে। পশ্চিমবঙ্গ সিআইডি অফিসে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল। এখানে বিভিন্ন পদ রয়েছে আর তার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য আপনি সেই পদের জন্য আবেদন করবেন।
আরও পড়ুনঃ রাজের তিন মাসের মধ্যে বিপুল সংখ্যায় পুলিশ নিয়োগ, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
চাকরি হবে Criminal investigation department এর অধীনে cyber crime division সাইবার ক্রাইম বিভাগে। রাজ্যে যেভাবে দিন দিন সাইবার ক্রাইম বেড়ে চলেছে এক্ষেত্রে সাইবার ক্রাইম শাখা কে আরো কঠোর হতে হবে। দিন দিন বেড়ে ওঠা সাইবার ক্রাইম কে দমন করার জন্য তাদেরকে তৈরি থাকতে হবে। তাই সময় মাফিক শূন্য পদের নিরিখে Criminal Investigation Department Recruitment 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।
রাজ্য cid দপ্তরের কর্মী নিয়োগ যেসব পদে নিয়োগ হবে:
- মোবাইল ফরেনসিক এক্সপার্ট।
- নেটওয়ার্ক ফরেনসিক এক্সপার্ট।
- ম্যালওয়ার ফরেনসিক এক্সপার্ট।
- ক্লাউড ফরেনসিক এক্সপোর্ট।
- ক্রিপ্টো এনালিস্ট।
- ডিস্ক ফরেনসিক এক্সপার্ট।
মোট শুন্য পদের সংখ্যা: পশ্চিমবঙ্গ cid নিয়োগ ২০২৩ মোটাদের সংখ্যা ৯ টি ।
বেতনক্রম: প্রতি মাসে দেড় লাখ টাকা বেতন ও রয়েছে cid এই সমস্ত প্রতিটি পদের জন্য।
আরও পড়ুনঃ বাড়িতে বসে চাকরি করে প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করুন।
রাজ্য সি আই ডি নিয়োগ শিক্ষাগত যোগ্যতা: 1) Bachelor in IT/ Computer Science/
Electronics and Telecommunication; or 2) Engineering Graduate / M. Tech ; or 3) BCA / MCA or any other post graduate
degree in the area of lT/ Computer
Science/Electronics and Telecommunication
প্রতিটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে ন্যূনতম ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পশ্চিমবঙ্গের সিআইডি নিয়োগ বয়স কেমন থাকতে হবে: প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বয়সের ব্যবহারের সেরকম কিছু বলা হয়নি তবে বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ এর হিসাবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে , অনলাইন আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ cid দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হয়েছে।
আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন:
- রাজ্য সিআইডি তে কর্মী নিয়োগ অনলাইন আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলি প্রয়োজন পড়বে মধ্যে প্রথম হল দু কপি পাসপোর্ট মাপের ফটো।
- নিজের সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে।
- লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে।
- অভিজ্ঞতার সার্টিফিকেট অনলাইন স্ক্যান আপলোড করতে হবে।
- আধার কার্ড স্ক্যান আপলোড করতে হবে।
অনলাইন আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট (www.cidwestbengal.gov.in). ওয়েবসাইটের মধ্যে আগামী ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
Notification Download: Click Here
আরও পড়ুনঃ রাজ্য সরকারের চাকরির নতুন বিজ্ঞপ্তি।