PAN Card: প্যান কার্ডের ১০ টি নাম্বারে রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য, জানেন কি কোন নম্বরের কি অর্থ? তবে জেনে নিন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আমরা যে প্যান কার্ড ব্যবহার করি সেই প্যান কার্ডের মাঝখানে ১০ টি নাম্বার থাকে কিন্তু আপনি জানেন এই দশটি নাম্বারের মধ্যে রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য? জানেন কোন নম্বরের কি অর্থ? তবে আজ সবকিছু জেনে নিন এবং নিশ্চিন্ত হয়ে যান আপনার প্যান কার্ডের প্রতিটা নাম্বারের কি অর্থ সম্পর্কে।

আজকাল প্যান কার্ড প্রতিটা মানুষের জন্য একটি ব্যবহারযোগ্য ডকুমেন্ট হিসেবে পরিণত হয়েছে। ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখন প্যান কার্ডের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তাই প্রতিটি নাগরিকের প্যান কার্ড থাকাটা অবশ্যই প্রয়োজন। তবে প্যান কার্ড তৈরির একটা বয়স সীমা থাকে ন্যূনতম ১৮ বছর বয়স হলে প্যান কার্ড এর জন্য আবেদন করা যায়।

আরও পড়ুনঃ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য সেরা দশটি Top 10 স্কলারশিপ পাওয়ার সুযোগ ২০২৩, জেনেনিন 

তো চলুন জেনে নেওয়া যাক প্যান কার্ডের মধ্যে থাকা ১০ টি নাম্বারের মধ্যে কোন নম্বরের কি অর্থ রয়েছে।

  • প্রথমে যে তিনটি অক্ষর থাকে সেগুলি অ্যালফাবেটিক অর্ডার হিসাবে অটোমেটিক বসানো হয়। এগুলি AAA থেকে ZZZ পর্যন্ত হতে পারে।

চার নম্বরে যে অক্ষরটি থাকে সেটির অর্থ হলো আপনার প্যান কার্ড টি ব্যক্তিগত নাকি কোম্পানি এই সম্পর্কিত বিষয়ে। নিচে দেওয়া ইংরেজি লেটারগুলির মধ্যে কোনটি থাকলে তার অর্থ কি সেটি মিলিয়ে নিন।

  • “P” stands for Individual
  • “C” stands for Company
  • “H” stands for Hindu Undivided Family (HUF)
  • “A” stands for Association of Persons (AOP)
  • “B” stands for Body of Individuals (BOI)
  • “G” stands for Government Agency
  • “J” stands for Artificial Juridical Person
  • “L” stands for Local Authority
  • “F” standsfor Firm/ Limited Liability Partnership
  • “T” stands for Trust

প্যান কার্ডের নাম্বার এর মধ্যে পাঁচ নম্বরে যে অক্ষর বা লেটার থাকে তার অর্থ হলো আপনার নামের প্রথম অক্ষর অথবা আপনার টাইটেল বা সার নামের প্রথম অক্ষর।

  • যদি আপনার প্যান কার্ডটি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত প্যান কার্ড হয়ে থাকে তাহলে এই নাম্বারটি হবে আপনার নামের টাইটেল বা সার নামের প্রথম অক্ষর।
  • এবং যদি আপনার প্যান কার্ডটি নন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত না হয় তাহলে এই নাম্বারটি হবে আপনার নামের প্রথম অক্ষর।

এরপরের চারটি নাম্বার সেগুলি অটোমেটিক প্যান কার্ড ডিপার্টমেন্ট থেকে জেনারেট করে দেওয়া হয় এই নাম্বার গুলি 0001 to 9999 এর মতে যে কোন নাম্বার থাকতে পারে।

এবার সবশেষে অর্থাৎ ১০ নাম্বারে যে অক্ষর বা লেটারটি থাকে সেটি নির্ণয় হয় প্রথম থেকে ৯ নম্বর পর্যন্ত যতগুলো নাম্বার জেনারেট হয়েছে তার উপরে নির্ভর করে অটোমেটিক এর নাম্বারটি জেনারেট হয়।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুনঃ বাড়িতে বসে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনের চাকরি জেনে নিন বিস্তারিত বিবরণ

চাকরির খবর পড়ুনঃ পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন বিভাগে চাকরির আবেদন চলছে? ইচ্ছে মতো চাকরি খুজে নিতে ক্লিক করুন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment