Work from home job: ভারত সরকারের চাকরি ঘরে বসেই প্রতি মাসে ১০-২০ হাজার টাকা বেতন, মোবাইল থেকেই হবে

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ঘরে বসে চাকরি প্রতি মাসে ১০ থেকে ২০ হাজার টাকা আয় করুন। ভারত সরকার দিচ্ছে এক সুবর্ণ সুযোগ তাই প্রতিটি ছেলেমেয়েদের জন্য এটি একটি ঘরে বসে টাকা ইনকাম করার জন্য খুব সুন্দর একটি অপরচুনিটি। তাই এটি হাতছাড়া কোনভাবেই করবেন না। কিভাবে আপনি এই চাকরিটির জন্য আবেদন করবেন, তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এর সাথে আর কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার, সবকিছু আজকের এই প্রতিবেদনে ভালোভাবে জেনে নিয়ে তারপরে আবেদন করুন।

Work from home job 2023

Indian Institute of Science বিভাগ থেকে প্রতিটি ছেলেমেয়েদের জন্য SPEECH RECOGNITION IN AGRICULTURE AND FINANCE FOR THE POOR IN INDIA দপ্তরে বিভিন্ন কাজের সুযোগ দিচ্ছে। এই কাজগুলি আপনি মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোন ডিভাইস থেকেই করতে পারবেন। তার জন্য একটি ভাল মানের বেতন রয়েছে।

পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন এবং ঘরে বসে ইনকাম করতে পারবেন। তাই যারা বাড়িতে বসে টাকা ইনকাম করার সুযোগ খুঁজছেন তারা অবশ্যই দেখে নিন সব কিছু নিচে বিস্তারিত হবে দেওয়া হয়েছে।

Read more: ঘরে বসে চাকরি প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করুন বিস্তারিত জেনে নিন।

কি ধরনের কাজ: ভারত সরকারের সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এই উদ্যোগটি নেয়া হয়েছে। ভারতের মধ্যে এমন অনেক এলাকা রয়েছে এবং যে সমস্ত এলাকার মানুষরা এগ্রিকালচার এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছে এবং তারা ইন্টারনেটের সুবিধা উঠাতে পারছেন না তাদের জন্য স্পিচ রিকগনাইজেশনের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা গুলি পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগটি নেয়া হয়েছে।

তারা পড়াশোনা জানে না অনেক সময় তারা কোন কিছু লিখতে চাইলে লিখতে পারেন না তাই তারা যাতে মুখে বলে অর্থাৎ স্পিচ রেকর্ডিং করে তাদের নিজের কথা সরকারকে জানাতে পারে এবং সকলের সামনে আনতে পারে তাদের নিজের মনের ভাব। তাই সেই সকল মানুষদের জন্য এই সুযোগ-সুবিধাটি আনা হয়েছে তবে এর জন্য সেই সকল তাদের রেকর্ডিং গুলোকে টেক্সটে পরিণত করে বিভিন্ন ভাষাতে পরিণত করতে লোকের প্রয়োজন অর্থাৎ কর্মী প্রয়োজন।

কোন কোন ভাষাতে এই কাজ করতে পারবেন: ভারতের নয়টি ভাষাতে আপনি এই কাজগুলি করতে পারবেন এ ভাষাগুলি হল Nine Indian languages considered for this project are Hindi, Bengali, Marathi, Telugu, Bhojpuri, Kannada, Magadhi, Chhattisgarhi, and Maithili.

কোন কোন পদে নিয়োগ চলছে: 

  • স্পিচ রেকর্ডিং কালেকশন অ্যান্ড ট্রান্সক্রিপশন Speech Recording and Transcription পদে।
  • ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট Language Expert অর্থাৎ আপনি যে কোন ভাষাতে পারদর্শী হলে সেই ভাষাতে কাজ করতে পারেন এই পদের জন্য।
  • Sentence Composition
  • Sentence Translation
  • Text to Speech Validation
  • Content Writer
  • Postdoctoral Research Associates
  • Research Associates
  • Data Management Specialist
  • Research Intern In Speech And Machine Learning
WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩-২৪ সহ ওয়েটিং লিস্ট এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য এক্ষুনি জেনেনিন

এখান থেকে আপনার ইচ্ছেমত যে কোন পদের জন্য আপনি আবেদন করতে পারবেন তবে সেই পদে আবেদন করার আগে তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ধরন সবকিছু জেনে নিতে হবে।

স্পিচ রেকর্ডিং কালেকশন অ্যান্ড ট্রান্সক্রিপশন Speech Recording and Transcription 

শিক্ষাগত যোগ্যতা: Undergraduate, Graduate, Post Graduate can apply.

Freshers and experienced both can apply for this job.

কি কাজ করতে হবে: যে টাস্কের উপর আপনাকে কাজ দেয়া হবে সেইটা আজকের রেকর্ডিংগুলিকে কালেকশন করে সেগুলিকে ট্রান্সলেশন করতে হবে। এগ্রিকালচার এবং ফাইনান্স এর উপরে কাজ হবে।

চাকরির স্থান: এই কাজগুলি আপনি বাড়িতে বসেই করতে পারবেন।

বেতন প্রতি মাসে: ১০ থেকে ১৫ হাজার টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা: 

  1. Basic Computer Knowledge and typing skills
  2. Should be able to read and understand native language (local dialect as well the standard version of the language)
  3. Having a degree in native language related course or program is a plus
  4. Must have their Laptop / Desktop at home.
  5. Must have a android smartphone.
  6. Must have good knowledge of google docs, sheets, google transliteration
  7. Should have good internet connectivity.

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিংক নিচে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিএসএফ এ হেড কনস্টেবল নিয়োগ চলছে অনলাইনে আবেদন শুরু হয়েছে বিস্তারিত জেনে নিন।

পদের নাম: Sentence Translation

কি কাজ করতে হবে: এই পদের জন্য আপনাকে টাস্ক দেওয়া হবে আর তাদের টাচ অনুযায়ী প্রয়োজনীয় যে সেন্টেন্স গুলি থাকবে সেগুলিকে ট্রানসলেশন করতে হবে এবং গ্রামার সঠিক করে টেক্সট লিখতে হবে। আপনার প্রয়োজনীয় যে কোন ভাষাতে আপনি এই কাজটি করতে পারবেন (Hindi, Telugu, Chhattisgarhi, Bengali, Kannada, Marathi, Maithili,

Magahi, Bhojpur)

চাকরির স্থান: it is a work from home

job এটি বাড়িতে বসে করতে পারবেন। ঘরে বসে চাকরি।

শিক্ষাগত যোগ্যতা: Undergraduate, Graduate, Post Graduate can apply.

Freshers and Experienced both can apply for these jobs.

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা: 

  1. আপনি যেই ভাষাটিকে বেছে নেবেন সেটিতে যথেষ্ট পারদর্শী থাকতে হবে।
  2. বাড়িতে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে।
  3. বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। যদি মোবাইল থেকে পারেন সেটি নিজে চেষ্টা করবেন।
  4. google ডক গুগল সিট এবং google translation এ কাজ করার দক্ষতা থাকতে হবে।

বেতন প্রতি মাসে: ১৫ থেকে ২০ হাজার টাকা এই পদের জন্য বেতন রয়েছে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিসের ওয়েবসাইট এর মাধ্যমে আবেদনের লিংক নিচে দেয়া হয়েছে।

(Note) এইভাবে যতগুলি work from home

job পদে কর্মী নিয়োগ হচ্ছে আপনি যেই পদের ক্ষেত্রে যোগ্য সেই পদের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন ছিল যোগ্যতা কাজের ধরন সবকিছু জেনে নিবেন নিচের লিংক দেওয়া হয়েছে সে লিংক থেকে প্রতিটি পদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবং সেখানে আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন।

Visit Office Website: Click

Find the term you want: Click

View More Job Notifications: Click

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment