পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলি আপনাকে জানতেই হবে

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলি আপনাকে জানতেই হবে। এগুলি প্রত্যেকটি চাকরির পরীক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনের মধ্যে যে প্রশ্ন গুলো রয়েছে তার উত্তর আপনি এখান থেকেই পাবেন। নিচে পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গ সম্পর্কিত বাছাই করা প্রশ্ন ও উত্তর গুলি জেনেনিন।

পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু সম্পৰ্কে বিস্তারিত বিবরণ।
:- যদি আপনি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি জানেন না তাহলে আজ এখানে সবকিছু জেনেনিন সহজভাবে।
:- পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু বর্তমানে জয়ী সেতু। এই জয়ী সেতুটি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলাতে অবস্থিত।
:- জেনে রাখা ভালো এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রোড ব্রিজ।
:- এই ব্রিজটি হলদিবাড়ি ও মেখলিগঞ্জ টাউন কে যুক্ত করেছে।
জয়ী সেতুর দৈর্ঘ রয়েছে – ৩.৮ কিলোমিটার। এই ব্রিজটি ১ই ফেব্রুয়ারী ২০২১ সালে ওপেন করা হয়েছে।


পশ্চিমবঙ্গের জেলা কয়টি ও কী কী এগুলির তালিকা।
:- পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ২৩ টি। তবে একটি কথা জেনেরাখা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কিছু কিছু নতুন জেলা তৈরী করার কথা বলছেন। তখন হয়তো রাজ্যের জেলার সংখ্যা বাড়তে পারে।

তবে বর্তমানে পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম গুলি হলো –
মালদা জেলা
উত্তর দিনাজপুর জেলা
দক্ষিণ দিনাজপুর জেলা
মুর্শিদাবাদ জেলা
বীরভূম জেলা
হুগলি জেলা
পশ্চিম বর্ধমান জেলা
পূর্ব বর্ধমান জেলা
আলিপুরদুয়ার জেলা
কোচবিহার জেলা
দার্জিলিং জেলা
জলপাইগুড়ি জেলা
কালিম্পং জেলা
হাওড়া জেলা
কলকাতা জেলা
নদীয়া জেলা
উত্তর ২৪ পরগনা জেলা (উত্তর ২৪ পরগনা)
দক্ষিণ ২৪ পরগনা জেলা (দক্ষিণ ২৪ পরগনা)
বাঁকুড়া জেলা
ঝাড়গ্রাম জেলা
পুরুলিয়া জেলা
পূর্ব মেদিনীপুর জেলা
পশ্চিম মেদিনীপুর জেলা


✅পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি ?
:- পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম – সিভি আনন্দ বোস। তিনি জগদ্বীপ ধানকর এর জায়গাতে নিয়োজিত হয়েছেন।

আরও পড়ুন:-
এ মাসে কোন কোন চাকরি দরখাস্ত চলছে সমস্ত বিজ্ঞপ্তি দেখুন
পশ্চিমবঙ্গ পুলিশের ৮ হাজার কনস্টেবল চাকরি নতুন বিজ্ঞপ্তি ২০২২-২৩


✅পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
:- পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। ইংরেজদের শাসনকালে কলকাতা ভারতের রাজধানী ছিল।


✅পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ?
:- এই কারখানাটির নাম চিত্তরঞ্জন লোকোমোটিভ।
:- এটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্তর্গত চিত্তরঞ্জন টাউনশিপে অবস্থিত।
:- এই কারখানাটি স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস এর নাম অনুসারে নামকরণ করা হয়েছে।


✅পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী ?
:- পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি ফুল।
ভারতের জাতীয় ফুল হলো – পদ্ম ফুল।
✅পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম কি ?
:- পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম হল ব্রাত্য বসু। এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ছিলেন প্রার্থ চট্টোপাধ্যায়।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now


✅পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
:- পশ্চিমবঙ্গের সর্বচ্চ শৃঙ্গের নাম সান্দাকাফু। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ পয়েন্ট।
✅পশ্চিমবঙ্গের বড় জেলা কোনটি ?
:- পশ্চিমবঙ্গের সব থেকে বোরো জেলা হলো উত্তর ২৪ পরগনা।
এবং পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কলকাতা।

✅পশ্চিমবঙ্গের জেলা কয়টি 2022 ?
:- ২০২২ এর হিসাবে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ২৩ টি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু নতুন জেলা তৈরি করার কথা বলেছেন ,তখন জেলার সংখ্যা হয়তো বাড়তে পারে।


দুই প্রহরের বিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
:- দুই প্রহরের বিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এটা আজ আপনি নিশ্চিত ভাবে জানতে পারবেন। আর এটা জানার পরে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না।
আসলে দুই প্রহরের বিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এটা অনেকের প্রশ্ন কিন্তু আসল রহস্যটা একটু আলাদা। কারণ এটি আসলে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার অংশ ,আর এখান থেকেই জানাজায় দুই প্রহরের বিল পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত।

দুই প্রহরের বিল পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত এটা আপনি যদি জানতে চান তাহলে আপনাকে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ” কেও কথা রাখেনি ” এই কবিতাটি পড়তে হবে। এখানে নাদের আলী নাম একজন ব্যক্তি ছিলেন ,আর সেই ব্যক্তিটিই বলেছিলেন – ” বড়ো হও দাদা ঠাকুর , তোমাকে আমি দুই প্রহরের বিল দেখতে নিয়ে যাবো ” তাই এখান থেকেই দুই প্রহরের বিল কথাটি শুনতে পাওয়া যায়। আর এখান থেকেই জানা যাই যে দুই প্রহরের বিল পশ্চিমবঙ্গের কোথাও নেই এটি শুধু কবিতার একটি অংশ ছিল। লেখক নিজেও দেখেননি দুই প্রহরের বিল পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত।


✅পশ্চিমবঙ্গের ব্লক কয়টি ?
:- ২২ টি জেলা , ৬৯ টি সাবডিভিশন, ৩৪১ টি ব্লক অফিস পশ্চিমবঙ্গে রয়েছে।
✅পশ্চিমবঙ্গে চা চাষ হয় কোথায় ?
:- পশ্চিমবঙ্গে চা চাষ হয় মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তবে পশ্চিমবঙ্গের নাম করা চা দার্জিলিং জেলাতেই পাওয়া যায়।


✅পশ্চিমবঙ্গের জাতীয় মাছ কি বা পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম কী ?
:- পশ্চিমবঙ্গের জাতীয় মাছের নাম হলো ইলিশ মাছ। আমরা সকলেই এই ইলিশ মাছ খেতে খুব ভালো বাসি। কারণ বাঙালিদের প্রিয় মাছ হলো গঙ্গার তাজা ইলিশ মাছ।
:- তবে পশ্চিমবঙ্গের জাতীয় মাছ কি এটি বিভিন্ন যাইতে বিভিন্ন নাম প্রচলিত আছে। যেমন, কেও বলে হিলসা মাছ, আবার কেই বলে ইলিশি মাছ, আবার কোথাও বলা হয় হিলশা স্বাদ।


✅পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
:- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এটা সকলকে জেনেরাখা প্রয়োজন।কারণ পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম আপনার জানা অবশ্যই দরকার।
:- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। এবং বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জী।


✅পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
:- পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম হলো সাদা গলা মাছরাঙা পাখি। আর ভারতের জাতীয় পাখির নাম হলো ময়ূর


✅পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি ?
:- পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শ্ৰীমতী মমতা ব্যানার্জী।
✅পশ্চিমবঙ্গের শিল্প মন্ত্রীর নাম কি ?
:- পশ্চিমবঙ্গের বর্তমান শিল্প মন্ত্রীর নাম হলো শশী পাঁজা


✅পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?
:- অনেকেই জানতে চাই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির নাম কি? কিন্তু রাষ্ট্রপতি এই কথাটি ব্যবহার করা হয় দেশের ক্ষেত্রে।আর রাজ্যের ক্ষেত্রে বলা হয় রাজ্যপাল।
:- তাই পশ্চিমবঙ্গের বর্তমান রাষ্ট্রপতি/রাজ্যপাল নিযুক্ত হয়েছেন সিভি আনন্দ বোস।


✅পশ্চিমবঙ্গের জাতীয় খেলা কি ?
:- পশ্চিমবঙ্গের জাতীয় খেলা – খো খো। এছাড়াও পশ্চিমবঙ্গে ফুটবল, ক্রিকেট, কাবাডি, পোলো খেলা খেলে থাকে।
✅পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত ?
:- যদি আপনি জানতে চাইছেন পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত তাহলে আপনার উত্তর – আলিপুরদুয়ার জেলা।
:- কিন্তু যদি আপনার প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের কোথায় বক্সা ডুয়ার্স অবস্থিত তাহলে সেটা হবে – জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন
এসএসসি জিডি এবছরের প্রত্যেক দিনের প্রশ্ন ও উত্তর ২০২৩
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ ২০২৩ দরখাস্ত চলছে
পশ্চিমবঙ্গে গ্রুপ ডি নিয়োগ ২০২৩ আবেদন করুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment