রাজ্যের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ৪০,০০০/- টাকা, আবেদনের ফর্ম সংগ্রহ করুন
পশ্চিমবঙ্গের রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই আবেদন করতে পারবেন। এ বিজ্ঞপ্তি পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোন ভারতীয় নাগরিক হলে আবেদন করা যাবে। নিচে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা আবেদনের বয়স বিস্তারিত বিতরণ দেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে MA এমএ সহ নেট বা সেট যদি বসে থাকেন তাহলে আবেদন করতে পারবেন অথবা পোস্ট গ্রাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
কোন বিভাগের নিয়োগ: বাংলা এবং ইংরেজি।
মোট শূন্যপদ; ৩টি।
আবেদন পদ্ধতি: যারা আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইনে ফর্ম সংগ্রহ করবেন। আবেদনের ফরম এর লিংক নিম্নে দেয়া হয়েছে ।ফর্ম সংগ্রহ করার পরে নিজের হাতে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট ঠিকানাতে এসিড অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন জমা করে দেবেন।
Employment No: Reg/Rect/0042
চাকরির খবর: মাধ্যমিক পাশে কোন কোন চাকরি দরখাস্ত চলছে ।
আবেদন জমা দেওয়ার ঠিকানা: University headquarters, DD-26, 5th floor, Salt Lake City, Sector-1, Kolkata 700064.
আবেদন ফি কত টাকা: আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে।
আবেদনের বয়স: no mention in notification.
গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন শুরু হয়ে গেছে চলবে 20 জনুয়ারি 2023 পর্যন্ত।
Job Location: west Bengal Durgapur RC and Kalyani RC.
Official notification: Download Here
Offline Application form: Download Here