SSC GD exam question paper 2023 PDF, SSC GD exam review today, answer key download

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

SSC GD exam question paper 2023 PDF, SSC GD exam review today, answer key download

Ssc GD Question paper 2023

Ssc GD Question paper 2023
যদি আপনি একজন এসএসসি জিডি কনস্টেবল এর পরীক্ষার কি হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন প্রত্যেক দিনের এসএসসি জিডি কোয়েশ্চেন পেপার এর এনালাইসিস সহ কি ধরনের প্রশ্নগুলি আসছে সমস্ত এনালাইসিস এর সাথে প্রত্যেক দিনের প্রশ্নের pdf এখান থেকে প্রশ্ন গুলি উত্তর সহ ডাউনলোড করতে পারবেন।

আপনারা জানেন যে এসএসসির তরফ থেকে ssc gd constable exam 2023 এর পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে এখন বর্তমানে পরীক্ষা চলছে ssc gd exam date ১০ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং চলবে ১৪ই ফেব্রুয়ারি 2023 পর্যন্ত। আর প্রত্যেক দিনের পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ এসএসসি জিডি এক্সাম এনালাইসিস ২০২৩ এখান থেকে জেনে নিতে পারবেন।

SSC GD Admit Card Download

SSC GD Admit Card Download
যদি আপনি এখনো পর্যন্ত এসএসসি জিডি পরীক্ষা ২০২৩ সালের এডমিট কার্ড ডাউনলোড করেননি তাহলে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে লিংক থেকে আপনি সরাসরি এ বছরের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে নিন

Job Notification: 10th pass govt job notifications 2023

SSC GD constable all shift question and answer today :-

10 january 2023 ssc gd 1st+2nd+3rd shift all question with answer

10 january 2023 ssc gd 1st+2nd+3rd shift all question with answer
(1) ২০১৭-১৮ সালে বিজয় হাজারে ট্রফি কোন দল জিতেছিল?
Ans:- কর্ণাটক দল জিতেছিল এবং হেরেছিল সৌরাষ্ট্র।
(নোট) ২০১৯-২০ সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে কর্ণাটক এবং হেরেছে তামিলনাড়ু।
২০২১-২২ সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে হিমাচল প্রদেশ এবং উপবিজেতা তামিলনাড়ু হয়েছে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

(2) কুচিপুরি নৃত্য কোন রাজ্যে পালন করা হয়?
উত্তর:- কুচিপুরি নৃত্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে উদযাপন করা হয়।

(3) জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে প্রদুষণ কমাতে কিসের সংখ্যা বাড়াতে হবে?
:- কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের সংখ্যা।

(4) মার্কোসিয়া এবং রিকশিয়া এগুলি কিসের সাথে সম্পর্কিত?
:- এগুলি ব্রায়োফাইটস এর সাথে সম্পর্কিত।

(5) নৌসেনার প্রথম স্বদেশী বিমান বাহক আইএনএস বিক্রান্ত কে কাকে সমর্পিত করেছে?
:- ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেশের প্রতি এটিকে সমর্পিত করেছে ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে।

চাকরির বিজ্ঞপ্তি: পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি

(6) ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা এবং কতগুলি তফসিল রয়েছে?
:- ভারতের সংবিধান যখন তৈরি হয় তখন ২২টি অধ্যায় ৩৯৫ টি ধারা এবং তফসিল ছিল ৮টি।
:- বর্তমানে ২৫ টি অধ্যায় রয়েছে ১২ টি তফসিল রয়েছে এবং ৪৭০ টি ধারা রয়েছে ভারতীয় সংবিধানে।

(7) কলিঙ্গ যুদ্ধ কার সময় হয়েছিল?
:- ২৬১ খ্রিস্টাব্দে পড়বে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময় অশোক এবং মহাপদ্মনন্দের মধ্যে।
:- এটি ছিল অশোকের জীবনের শেষ যুদ্ধ জয় লাভ কেননা এর পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল।

(8) ২০০ টাকার নোটের পিছে কিসের চিত্র অঙ্কিত রয়েছে।
:- ২০০ টাকার নোটের পিছে সাঁচি স্তূপের চিত্র অঙ্কিত রয়েছে এই সাঁচি স্তূপটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত।

(9) উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছে আগস্ট ২০২২ এর হিসেবে?
:- আগস্ট ২০২২ এ উত্তরখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে রিশভ পন্থ।

(10) জাতীয় জরুরি অবস্থা চলাকালীন ভারতের সংবিধানের কোন ধারা গুলিকে কে কোন ভাবেই বন্ধ করা যাবে না?
:- ২০ এবং ২১ নম্বর ধারা কে কোন হবেই বন্ধ করা যাবে না। এগুলি শিক্ষার সাথে সম্পর্কিত।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment