পশ্চিমবঙ্গ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে ক্লার্ক ও পিওন সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে। এখানে শিক্ষক এবং অশিক্ষক ( Teaching and Non Teaching ) পদে নিয়োগের দরখাস্ত জমা নেওয়া শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ক্লার্ক ও পিওন পদে চাকরির আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তারা প্রথমে বিস্তারিত পড়ুন তারপরে ফর্ম নিয়ে আবেদন করবেন। বিস্তারিত নিচে পড়ুন :-
রাজ্যের স্কুলে ক্লার্ক ও পিওন ২০২২
পদের নাম :- ক্লার্ক। মোট শূন্যপদ :- ০১ টি। শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ। বয়স :- ১৮ থেকে ৪০ বছর। কাস্ট অনুসারে ছাড় রয়েছে। বেতন :- ২২৭০০ থেকে ৫৮৫০০ পর্যন্ত।
পদের নাম :- পিওন। মোট শূন্যপদ :- ০১ টি। শিক্ষাগত যোগ্যতা :- অষ্টম শ্রেণী পাশ। বাংলা লিখতে পড়তে জানতে হবে। বয়স :- ১৮ থেকে ৪০ বছর। কাস্ট অনুসারে ছাড় রয়েছে। বেতন :- ১৭০০০ থেকে ৪৩৬০০ পর্যন্ত।
পদের নাম :- ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ফিটার। মোট শূন্যপদ :- ০১ টি। শিক্ষাগত যোগ্যতা :- সায়েন্স নিয়ে মাধ্যমিক পাশ। তাছাড়া নিজের ট্রেডের উপরে সার্টিফিকেট পাশ ও অভিজ্ঞতা থাকতে হবে। বয়স :- ১৮ থেকে ৩৯ বছর। কাস্ট অনুসারে ছাড় রয়েছে। বেতন :- ২৭০০০ থেকে ৬৯৮০০ পর্যন্ত।
পদের নাম :- ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ড্রাগ্সম্যান মেকানিক্যাল। মোট শূন্যপদ :- ০১ টি। শিক্ষাগত যোগ্যতা :- সায়েন্স নিয়ে মাধ্যমিক পাশ। তাছাড়া নিজের ট্রেডের উপরে সার্টিফিকেট পাশ ও অভিজ্ঞতা থাকতে হবে। পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে। বয়স :- ১৮ থেকে ৩৯ বছর। কাস্ট অনুসারে ছাড় রয়েছে। বেতন :- ২৭০০০ থেকে ৬৯৮০০ পর্যন্ত।
পদের নাম :- ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ওয়েল্ডার। মোট শূন্যপদ :- ০১ টি। শিক্ষাগত যোগ্যতা :- সায়েন্স নিয়ে মাধ্যমিক পাশ। তাছাড়া নিজের ট্রেডের উপরে সার্টিফিকেট পাশ ও অভিজ্ঞতা থাকতে হবে। পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে। বয়স :- ১৮ থেকে ৩৯ বছর। কাস্ট অনুসারে ছাড় রয়েছে। বেতন :- ২৭০০০ থেকে ৬৯৮০০ পর্যন্ত।
পদের নাম :- ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ড্রাগ্সম্যান মেকানিক্যাল। মোট শূন্যপদ :- ০১ টি। শিক্ষাগত যোগ্যতা :- সায়েন্স নিয়ে মাধ্যমিক পাশ। তাছাড়া নিজের ট্রেডের উপরে সার্টিফিকেট পাশ ও অভিজ্ঞতা থাকতে হবে। পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে। বয়স :- ১৮ থেকে ৩৯ বছর। কাস্ট অনুসারে ছাড় রয়েছে। বেতন :- ২৭০০০ থেকে ৬৯৮০০ পর্যন্ত।
এছাড়াও একই যোগ্যতাতে মেকানিক মোটর ভেহিক্যাল ,ফ্রিজ বা এয়ার কন্ডিশনার ,ইলেক্ট্রিসিয়ান ,পদে নিয়োগের দরখাস্ত চলছে। তবে যেই ট্রেডেই আবেদন করবেন সেই ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে সাথে অভিজ্ঞতাও থাকতে হবে। যদি আপনি রাজ্যের স্কুলে ক্লার্ক ও পিওন পদে চাকরি করতে চান তাহলে আবেদন করুন।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনে নির্দিষ্ট ফর্ম নিয়ে পোস্ট অফিসের মাধ্যমে। আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন ৩১ আগস্ট পর্যন্ত। সেই ফর্ম নিয়ে দরখাস্ত করতে পারবেন ৫ই সেপ্টেম্বর পর্যন্ত।
ডকুমেন্ট কী কী লাগবে :- এডমিট কার্ড জেরক্স ,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ,মার্কশিট ,পরিচয় পত্র ,কাস্ট সার্টিফিকেট , পাসিং প্রিন্সিপাল টিচিং কোর্স সার্টিফিকেট,অভিজ্ঞতা সার্টিফিকেট ,২ কপি কালার ফটো ,এবং নিজের ঠিকানা দিয়ে খাম।
আবেদনের ঠিকানা :- Secretary,Ramkrishna Mission Industrial Training Centre (Govt.Sponsored), Narendrapur, P.O- Narendrapur, Kolkata-700103,WB.
OFFICIAL WEBSITE | CLICK HERE |
APPLICATION FORM | CLICK HERE |