RBI Recruitment 2022 ভারতীয় রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ এর অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও শূন্য পদের সংখ্যা এবং আবেদন পদ্ধতি সমস্ত তথ্য নিচে দেয়া হল:-
ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে grade-b অফিসার পদে কর্মী নিয়োগের জন্য। RBI New recruitment 2022 grade-B online application process step by step.
আরও পড়ুন :- জেলার চাকরির খবর। PNB ব্যাঙ্কে পিওন নিযোগ দরখাস্ত চলছে ২০২২
মোট শূন্যপদ:- 294 টি।
পদের নাম :- grade-b অফিসার।
আবেদন এর বয়স :- 21 থেকে 30 বছরের মধ্যে।
নিয়োগকারী দপ্তর :- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ভারতীয় রিজার্ভ ব্যাংক।
চাকরির স্থান:-
চাকুরীর ধরণ :- সরকারি চাকরি।
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
আরও পড়ুন:- এ মাসে কোন চাকরির দরখাস্ত চলছে।
আবেদনের নিয়ম :- আবেদন করার সময় ফটোগ্রাফ সিগনেচার এবং বাম হাতের আঙ্গুলের ছাপ ঠিকঠাকভবে দিতে হবে। এবং নিজে হাতে ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে । যদি এগুলি তো ভুল হয়েছে ক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল করে দেয়া হবে। সর্বচ্চ 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। 24 মার্চ থেকে আবেদন শুরু হয়েছে চলবে 18 ই এপ্রিল 2022 পর্যন্ত।
বেতনক্রম :- নির্দিষ্ট করে বলা নাই।
আবেদন ফি :- ভারতীয় রিজার্ভ ব্যাংকে grade-b অফিসার পদের জন্য আবেদন করতে হলে আবেদন ফি এস সি এস টি পি ডব্লিউ ডি 100 টাকা এবং জেনারেলদের জন্য 850 টাকা।
আবেদনের যোগ্যতা :- রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ নিচে দেওয়া শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অফিসার grade-B পদের জন্য আবেদন করতে হলে গ্রাজুয়েশন বা post-graduation থাকতে হবে । বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন।
আরও পড়ুন :- মাধ্যমিক পাশ চাকরি আবেদন চলছে।
আবেদন পদ্ধতি :- ভারতীয় রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ ২০২২ আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in থেকে ।
আবেদনের শেষ তারিখ :- 18 এপ্রিল ২০২২ পর্যন্ত।
অফিসিয়াল বিজ্ঞপ্তি :- Click Here
অনলাইনে আবেদন :- Click Here
অনলাইনে চাকরির খবর :- Click Here
প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পড়তে এবং সবার আগে যে কোন চাকরির নতুন আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন yuktidhara এই ওয়েবসাইটে।