WBP Constable Question Paper 2021 Download – Yuktidhara.com

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

এ বছরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর সমস্ত প্রশ্ন উত্তর এখান থেকে দেখে WBP Constable Question Paper 2021 Download

পশ্চিমবঙ্গের রাজ্য পশু (State animal) কী?

(A) মেছো বিড়াল

(B) রয়্যাল বেঙ্গল টাইগার

(C) গন্ধগোকুল

(D) মেছো কুমির

  1. প্রশ্নবোধক স্থানে কী বসবে?

3F, 6G, 11I, 18L ,?

(A) 25P

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

(বি) 27 পি

(C) 27Q

(D) 25N

  1. কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ (sum) করলে 75 হয়। সংখ্যাটি কত?

(A) 210

(B) 120

(C) 102

(D) 220

4. কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন?

(A) সিন্ধু সভ্যতা

(B) মিশরীয় সভ্যতা (C) মেসোপটেমিয়া সভ্যতা

(D) চৈনিক সভ্যতা

  1. কোনো আসল (principal) সরল সুদে (simple interest) 20 বছরে 3 গুণ (times) হলে, ওই আসল একই সুদের হারে (rate of interest) কত বছরে দ্বিগুণ (double) হবে?

(A) 14 বছর

(B) ৪ বছর

(C) 10 বছর

(D) 12 বছর

  1. 8cm ব্যাসার্ধ (radius) বিশিষ্ট একটি লোহার গোলক (sphere)-কে গলিয়ে কতগুলি 1 cm ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে?

(A) 512

(B) 418

(C) 321

(D) 614

  1. অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন?

(A) মগধ

(B) কোশল

(C) অঙ্গ

(D) অবন্তী

  1. 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে (rate of interest) যৌগিক সুদ (compound interest) এবং সরল সুদের (simple interest) অন্তর (difference) হল 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল?

(A) 12%

(B) 10%

(C) 6%

(D) 8%

  1. ‘Amphan’ নামটি কোন দেশ দিয়েছিল?

(A) থাইল্যান্ড

(B) বাংলাদেশ

(C) পাকিস্তান

(D) নেপাল

  1. প্রখ্যাত বাংলা উপন্যাস ‘প্রথম প্রতিশ্রুতি’ কার লেখা?

(A) আশাপূর্ণা দেবী

(B) লীলা মজুমদার

(C) সুনীল গঙ্গোপাধ্যায়

(D) মহাশ্বেতা দেবী

  1. 6 সংখ্যার গড় (average) যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল (sum) কত?

(A) 132

(B) 102

(C) 112

(D) 122

12 বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়?

(A) মাইকেল মধুসূদন দত্ত

(B) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(C) রাজা রামমোহন রায়

(D) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

  1. নীচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে (dictionary) বর্ণমালা অনুযায়ী সাজানো হয়, তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে?

Electric, Elector, Electrode, Elect, Electron

(A) Electron

(B) Electric

(C) Elect

(D) Elector

  1. একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির (speed) অনুপাত (ratio) কত?

(A) 16:15

(B) 15:16

(C) 15:11

(D) 11:15

  1. 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (ICC Mens Cricket World Cup, 2023) কোন দেশে অনুষ্ঠিত হবে?

(A) দক্ষিণ আফ্রিকা (B) অস্ট্রেলিয়া

(C) ভারতবর্ষ

(D) ইংল্যান্ড

  1. নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় (Autonomous ) স্নায়ুতন্ত্রের (Nervous System) দ্বারা নিয়ন্ত্রিত নয়?

(A) চক্ষু (Eye)

(B) হৃদযন্ত্র (Heart) (C) গ্রন্থি (Glands)

(D) জরায়ু (Uterus)

  1. নীচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসলে মূল ছবিটি

সম্পূর্ণ হবে?

(A)

(B)

(D)

  1. নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার (Denmark) উপনিবেশ ছিল?

(A) শ্রীরামপুর, হুগলি

(B) চন্দননগর, হুগলি

(C) চুঁচুড়া, হুগলি

(D) ব্যারাকপুর, উত্তর 24 পরগনা

  1. রীনার বয়স সুনীতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনীতার থেকে বয়সে বড়। কাকলীর বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে, কে বয়সের হিসাবে মধ্যমস্থানে আছে?

(A) শ্রাবণী

(B) রীনা

(C) কাকলী

(D) সুনীতা RS No so পাকানি

  1. HIDCO-র সম্পূর্ণ রূপ কী?

(A) Housing Infrastructure Development Corporation

(B) Housing Improvement Development Corporation

(C) Housing Infrastructure Development Construction Officer

(D) Housing Interest Controlling Officer

  1. প্রশ্নবোধক স্থানে কী বসবে? ? 14 154 196 121</code></pre></li>

(A) 15

(B) 11

(C) 17

(D) 13

(22. কোনো দোকানদার কী অনুপাতে (ratio) প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16:50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে?

(A) 7:5

(B) 3:7

(C) 7:3

(D) 5:7

  1. ক্লোরোফিলে (chlorophyll) নিম্নোক্ত কোন ধাতুটি

বর্তমান?

(A) ম্যাগনেশিয়াম

(B) বেরিলিয়াম

(C) বেরিয়াম

(D) ক্যালশিয়াম

  1. A, B-এর ভাই। B, C-এর কন্যা এবং D হল A-র পিতা। তাহলে C, D-এর কে হন?

(A) ঠাকুরদা

(B) স্বামী

(C) নাতনি

(D) স্ত্রী

  1. C++ কী?

(A) একটি অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ

(B) একটি অপারেটিং সিস্টেম

(C) একটি ইনপুট ডিভাইস

(D) একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

  1. ABC ত্রিভুজের (triangle) o পরিবৃত্তের কেন্দ্র (circumcentre) এবং ZBAC = 50° হলে, ZOBC = ?

(A) 40°

(B) 60°

(C) 50°

(D) 30°

  1. সঠিক বিকল্পকে চিহ্নিত করুন :

Carnivorous : Tiger : Wolf

(A) Student : Boy : Girl

(B) Mango : Banana: Fruit (C) Player: Master: Manager

(D) Cat: Cow : Milk

28.2020 সালে তিরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন?

(A) ধর্মেন্দ্র তিওয়ারি

(B) যশপাল রাণা

(C) শিব সিংহ

(D) নরেশ কুমার

  1. প্রশ্নবোধক স্থানে কী বসবে? 48, 24, 96, 48, 192, ?

(A) 96

(B) 76

(C) 98

(D) 90

  1. নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ (Data Store) করে?

A RAM (B) A.L.U.

(C) ROM

(D) Cache Memory

  1. কোনো ঘনকের (cube) প্রতিটি বাহু (side) যদি 10% করে কমানো (decrease) হয়, তবে তার পার্শ্বতল (surface area) কত শতাংশ (per cent) কমবে?

(A) 16%

(B) 19%

(C) 15%

(D) 21%

  1. গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল?

(A) প্রাকৃত

(B) পালি

(C) হিন্দি

(D) সংস্কৃত

  1. হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা ‘দাদামণি’ নামে জনপ্রিয়

(A) উৎপল দত্ত

(B) দেব আনন্দ

(C) রাজেশ খান্না

(D) অশোক কুমার

  1. 710 টাকা এমনভাবে A, B ও C-এর মধ্যে ভাগ (divide) করা হল, যাতে A, B-এর থেকে 40 টাকা বেশি পায় এবং C, A-এর থেকে 30 টাকা বেশি পায়, তবে C কত টাকা পাবে?

(A) 135 টাকা

(B) 300 টাকা

(C) 235 টাকা

(D) 270 টাকা

  1. 10° চ্যানেল (10° channel) নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে?

(A) গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ

(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(C) রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ

(D) দক্ষিণ আন্দামান ও লিটল্ আন্দামান দ্বীপপুঞ্জ

  1. নীচের সংখ্যার সিরিজে, কতবার 1, 3 এবং 7 একসাথে আছে যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে?

2973173771331738571377173906

(A) 5

(B) 3

(C) 9

(D) 4

  1. নিম্নোক্ত কোনটি শক্তির (energy) একক নয়?

(A) ক্যালরি (Calorie) (B) জুল (Joule)

(C) আর্গ (erg)

(D) পাস্কাল (Pascal)

8) জাতীয় প্ল্যানিং কমিশন (Planning Commission) ন সালে স্থাপিত হয়?

(A) 1948

(B) 1951

(C) 1949

(D) 1950

  1. দুটি সংখ্যার ল.সা.গু. (LCM) এবং গ.সা.গু. (HCF) হল যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত?

(A) 63

(B) 55

(C) 35

(D) 105

  1. নিম্নোক্ত কোনটি একটি Operating System (OS) নয়?

(A) ওরাকল (Oracle)

(B) উইন্ডোজ (Windows)

(C) ডস্ (DOS)

(D) লিনাক্স (Linux)

  1. 999+999+999+9994+999 +999) = ?

(A) 5799

(B) 5997

(C) 5999

(D) 5979

  1. কোন বছর পশ্চিমবঙ্গে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু হয়েছিল?

(A) 2013

(B) 2012

(C) 2014

(D) 2011

  1. কত সালে সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল?

(A) 1936 (B) 1926

(C) 1916

(D) 1946

  1. নীচের সিরিজটির শূন্যস্থানগুলি পর পর কোন বর্ণমালা

দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে?

a bc_ a….. ….

(A) adbbad

(B) abddbd

(C) adbcad

(D) acbdbb

  1. কোন মোগল সম্রাট দীন-ই-ইলাহি প্রচলন করেন?

(A) জাহাঙ্গীর

(B) হুমায়ুন

(C) শাহজাহান

(D) আকবর

  1. একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ (profit) হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি (loss) হয়। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য (cost price) কত?

(A) 1623 টাকা

(B) 1523 টাকা

(C) 1695 টাকা

(D) 1589 টাকা

  1. নীচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব (Image) ?

(A) HOTIVA

(B) EFFECTIVE

(C) VITF

(D) EVITCEFFE

EFFECTIVE

  1. দুটি সংখ্যার অনুপাত (ratio) 5:8 এবং তাদের অন্তর (difference) 69 হলে, বড় (greater) সংখ্যাটি কত?

(A) 184

(B) 128

(C) 115

(D) 112

  1. ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, “উনি আমার মায়ের মার একমাত্র পুত্র”। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন?

(A) বোন (Sister)

(B) মা (Mother)

(C) বোনঝি (Niece)

কাকিমা/মাসিমা (Aunt)

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কী?

(A) কমলা হ্যারিস

(B) মাইক পেন্স

(C) ডিক চেনি

(D) জো বাইডেন

Share post
যুক্ত হন আমাদের সাথে

2 thoughts on “WBP Constable Question Paper 2021 Download – Yuktidhara.com”

Leave a Comment