পশ্চিমবঙ্গ মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিভিন্ন পদে রিক্রুটমেন্ট এর অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বিস্তারিত নিম্নরূপ –
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – রিটায়ার্ড গভমেন্ট এমপ্লয়ী পাঁচ বছরের এক্সপেরিয়েন্স ।
বয়স- ৬৫ বছর।
বেতন- ১১০০০/ প্রতিমাসে।
পদের নাম- জেলা কো-অর্ডিনেটর।
শূন্যপদ- ১ টি। more read Anganwari jobs vacancy 2021
বয়স- ২৫ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা- বিটেক ইঞ্জিনিয়ারিং সিভিল অথবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং।
বেতন- ৭৫০০০/ টাকা প্রতিমাসে।
গুরুত্বপূর্ণ তারিখ- পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফরমেট নিয়ে ১০ সেপ্টেম্বর ২০২১ বৈকাল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে।
কি কি ডকুমেন্ট লাগবে- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড। রেসিডেন্ট প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড। রিটারমেন্ট হিসাবে যেকোনো একটি প্রমাণ। বেসিক পে স্লিপ। জেরক্স কপি সমস্ত গুলি।
আবেদনের পদ্ধতি- খামের উপরে বড় করে লিখবেন Application for the Post of Assistant Accountant CMDMP।
পদের নাম- ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট।
শূন্যপদ- ১টি। More read – wbp prelims exam date details
বয়স- ২৫ থেকে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা- এম টেক অথবা এমএসসি জিওগ্রাফি উপরে।
বেতন- ৭০,০০০/ প্রতিমাসে।
গুরুত্বপূর্ণ তারিখ- নোটিশ প্রকাশিত হওয়ার তারিখ ২৪.০৮.২০২১
এডমিট প্রকাশিত হওয়ার তারিখ ০৮.০৯.২০২১
লিখিত পরীক্ষার তারিখ ১২.০৯.২০২১
পার্সোনালিটি টেস্ট এর তারিখ ১৫.০৯.২০২১ ।
আবেদন পদ্ধতি – সমস্ত পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন [email protected] এই ইমেইল আইডিতে 6 সেপ্টেম্বর এর ভেতরে পাঠিয়ে দেবেন।
দরখাস্তের ঠিকানা- to
the district magistrate Murshidabad and district programme coordinator MGNREGA Murshidabad.
4 thoughts on “পশ্চিমবঙ্গ মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, Mid day meal job WB”