Important prize and there fields

কে কত সালে নোবেল পুরস্কার পান ভারতের :-Important prize and there fields

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

সাহিত্য – রবীন্দ্রনাথ ঠাকুর 1913

চিকিৎসা – হরগোবিন্দ খোরানা 1968

পদার্থ বিজ্ঞান – সিভি রমন – 1930

পদার্থ বিজ্ঞান – ডা সুব্রামানিয়াণ চন্দ্রশেখর 1983

শান্তি – সেন্ট মাদার তেরেসা – 1979

শান্তি – কৈলাশ সত্যার্থী 2014

রসায়ন – ড. ভেঙ্কটরমন রামাকৃষ্ণন 2009

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

অর্থনীতি – অমর্ত্য সেন 1998

ভারতীয় হিসেবে নোবেল বিজয়ী 2001 – বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল ।

কোন ক্ষেত্রে কোন পুরষ্কার দেওয়া হয় :- Important prize and there fields

নোবেল পুরস্কার :- সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা বিদ্যা, শান্তি, অর্থনীতি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া 1901 থেকে শুধু অর্থনীতি ক্ষেত্রে 1969 থেকে দেওয়া শুরু হয়।

অস্কার পুরস্কার বা অ্যাকাডেমি পুরস্কার :-
চলচ্চিত্র এর জন্য দেওয়া হয়। এই শুরু হয় 1929 সাল থেকে।

ম্যান বুকার পুরস্কার :-
সাহিত্য ও ইংরেজি উপন্যাসের জন্য। এটি দেওয়া শুরু হয় 1969 সাল থেকে।

পুলিৎজার পুরস্কার :-
দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতা বিভাগের জন্য। এটি দেওয়া শুরু হয় 1917 সাল থেকে।

গ্রামি পুরস্কার :-
এই পুরস্কার দেওয়া হয় সঙ্গীত এ ক্ষেত্রে। এটি দেওয়া শুরু হয় 1958 সাল থেকে।

রামন ম্যাগসাইসাই পুরস্কার :-
দেওয়া হয় – জনসেবা, সমাজসেবা, সাহিত্য, সাংবাদিকতা, আন্তর্জাতিক বোঝাপড়া, আন্তর্জাতিক যোগাযোগ, উদয়মান নেতৃত্বের জন্য। এটি দেওয়া শুরু হয় 1957 সাল থেকে।

কলিঙ্গ পুরস্কার :-
দেওয়া হয় বিজ্ঞান এর ক্ষেত্রে। এটি দেওয়া শুরু হয় 1952 সাল থেকে।

অ্যাবেল পুরস্কার :-
দেওয়া হয় গনিত এর উপর। এই পুরস্কার দেওয়া শুরু হয় 2003 সাল থেকে।

Share post
যুক্ত হন আমাদের সাথে

1 thought on “Important prize and there fields”

Leave a Comment