পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে প্রচুর শূন্যপদে নিয়োগ 2021 , Anganwari new recruitment vacancy 2021 Application process

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে প্রচুর শূন্যপদে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ।

নতুন বিজ্ঞপ্তি ২০২২ :- অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে প্রচুর শূন্যপদে দরখাস্ত চলছে আবেদন করুন। 

https://www.yuktidhara.com/2020/12/anganwari-new-vacancy-2021-application-process.html
অঙ্গনওয়াড়ি ওয়ার্কার

এখানে যে সমস্ত জায়গাতে নিয়োগ হচ্ছে পুরো বিস্তারিত এক এক করে নিন্মলিখিতভাবে আলোচনা করা হলো :- 

এখানে ছয়টি জায়গার অঙ্গনওয়াড়ি  ওয়ার্কার পদে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সমস্ত নোটিফিকেশন দেখুন এক নজরে। 

 

বাঁকুড়া জেলার রায়পুর সুসংহত শিশু সেবা প্রকল্প থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে । এখানে যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করছেন তাদের থেকে পদন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি হবে তার জন্য এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে । 

 

মোট শূন্যপদ ৮টি । 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

 

আবেদনের শর্তাবলী

প্রার্থীকে অবশ্যই রায়পুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

 প্রার্থীকে অন্তত পাঁচ বছর বয়স নিরবিচ্ছিন্নভাবে রায়পুর আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রার্থীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বয়স সীমা 65 বছরের মধ্যে থাকতে হবে। 

বয়স এবং কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা হিসাব করতে হবে ০১/১২/২০২০ হিসাবে। 

 

আবেদন পদ্ধতি 

বিজ্ঞপ্তির সঙ্গে আবেদনপত্রের নমুনা দেয়া হয়েছে সেই আবেদনপত্রটি আপনাকে প্রিন্ট করে নিয়ে ফিলাপ করতে হবে এবং সমস্ত নথি পত্র দিয়ে ১৮ ডিসেম্বর তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। 

ফর্ম জমা দেওয়ার স্থান – শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর করণ রায়পুর আইসিডিএস প্রকল্প অফিস। 

 

 দরখাস্তের সঙ্গে যে সমস্ত কাগজপত্র দিতে হবে

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগ পত্রের প্রত্যয়িত নকল। 

বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্রের প্রত্যায়িত নকল। 

স্থানীয় পঞ্চায়েত অথবা ভিডিও রায়পুর ব্লক সভাপতি রায়পুর পঞ্চায়েত সমিতি স্থানীয় মহকুমা শাসকের দেওয়া বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র অরজিনাল। 

দরখাস্ত নির্দিষ্ট জায়গায় নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি এবং আরও একটি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় গেথে দিতে হবে ছবিতে নিজের সাক্ষর করে দেবেন। 

নিজের নাম ঠিকানা লেখা 5 টাকা মূল্যের একটি ডাকটিকিট যুক্ত একটি দরখাস্ত জমা দিতে হবে। 

তপশিলি জাতি তপশিলী উপজাতি যারা রয়েছে তাদের সার্টিফিকেটের পত্যায়িত নকল জমা দিতে হবে। 

যে পঞ্চায়েতে বা কেন্দ্রে বর্তমানে সহায়িকা হিসেবে কর্মরত আছেন তার নাম ও কেন্দ্রের কোড নম্বর জমা দিতে হবে এবং খামের উপর লিখতে হবে। 

 

 নিয়োগ প্রক্রিয়া

যাদের যাদের আবেদনপত্র গ্রাহ্য হবে তাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপর মৌখিক পরীক্ষা দিতে হবে। মোট পরীক্ষা হবে 50 নম্বরের। এর মধ্যে 35 নম্বর লিখিত পরীক্ষা 5 নম্বর মৌখিক পরীক্ষা এবং কাজের অভিজ্ঞতা 10 নম্বর। 

 

আবেদন বাতিলের কারণ

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় অতিক্রম হওয়ার পরে জমা পড়লে আবেদন বাতিল করা হবে। 

আবেদনে অসম্পূর্ন বা আবেদন ঠিকঠাকভাবে ফিলাপ না করলেন বাতিল করা হবে। 

আবেদনকারীর ঠিকমতো যোগ্যতার প্রমাণ বা কাজের অভিজ্ঞতা যদি সঠিক না হয় তবে বাতিল করা হবে। 

একই আবেদনকারীর দ্বারা একাধিক আবেদনপত্র জমা পড়ল বাতিল করা হবে। 

আবেদনপত্রের সাম্প্রতিক মনে এখনকার তোলা ফটো না থাকলেই বাতিল করা হবে। 

আবেদনপত্রে সাম্প্রতিককালের রঙ্গিন ফটো না থাকলে বাতিল করা হবে। 

আবেদনপত্রে আবেদনকারীর স্বাক্ষর এবং ঘোষণাপত্র না থাকলে বাতিল করা হবে। 

উপযুক্ত নথিপত্র আবেদনপত্রের সঙ্গে না থাকলে বাতিল করা হবে। 

অন্যান্য যে কোন অমিল যদি পাওয়া যায় সেক্ষেত্রে বাতিল করা হবে। 

কোন কারণে আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল করা হবে। 

ফটো শংসাপত্র ডাকটিকিট যুক্ত খাম যদি না থাকে সে ক্ষেত্রে অসম্পূর্ণ হওয়ার কারণে বাতিল করে দেয়া হবে। 

 

অফিশিয়াল নোটিফিকেশন ও ফর্ম ডাউনলোড করুন রায়পুর আইসিডিএস। 

নোটিফিকেশন এবং আবেদনপত্র ডাউনলোড করুন রানিবন্ধ আইসিডিএস প্রজেক্ট। 

 

নোটিফিকেশন এবং দরখাস্তের ফরম ডাউনলোড করুন খাত্রা 1 আইসিডিএস প্রজেক্ট। 

 

বিজ্ঞপ্তি এবং দরখাস্ত ফরম ডাউনলোড করুন ইন্দপুর আইসিডিএস প্রজেক্ট। 

 

বিজ্ঞপ্তি এবং দরখাস্তের ফরম ডাউনলোড করুন সারেঙ্গা আইসিডিএস। 

বিজ্ঞপ্তি এবং দরখাস্তের ফর্ম ডাউনলোড করুন সিমলাপাল আইসিডিএস। 

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment