work from home job: ঘরে বসে অনলাইনে চাকরি, বেতন ২০ থেকে ২৫ হাজার টাকা

যদি আপনি বাড়িতে বসে কাজ করে ভালো মানের বেতন পেতে চাইছেন তাহলে আজ নিশ্চিত ভাবে সেই চাকরির সন্ধান পাবেন আর আবেদনও করতে পারবেন এখান থেকেই। আজকে এমন একটি কোম্পানির চাকরির খবর জানতে পারবেন যেই কোম্পানিতে আপনি ঘরে বসে মোবাইলে আয়, ঘরে বসে অনলাইনে চাকরি, ঘরে বসে পার্ট টাইম জব, যে কোনো ভাবে ঘরে বসে কাজ করার উপায় ১০০% খুঁজে পাবেন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আজকাল সকলেই ঘরে বসে কাজের সন্ধান পেতে চাই তাই প্রতিদিন খুব সহজেই বাড়িতে বসে যে কোনো চাকরি বা কাজের সন্ধান পেতে Google এ Search করুন yuktidhara.com এই website টি আর বইছে নিন আপনার মনের মতো চাকরির সন্ধানটি। আজ angel one কোম্পানিতে work from home job এই খবর টি আপনাদের সামনে তুলে ধরা হলো। এখানে ছেলে মেয়ে উভয় ঘরে বসে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

কোম্পানির নাম : AngelOne

সংস্থার ধরণ: Financial Service (Broking)

আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন work from home job এর আবেদন চলছে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

যে বিভাগে চাকরি হবে: Sales & Business Development

পদের নাম : Tele Sales

কাজের ধরণ : স্থায়ী কাজ তাই চিন্তার কোনো কারণ নেই।

কি কাজ করতে হবে : অনলাইনে customer এর সাথে কথা বলে তাদের কী কী জিজ্ঞাসা আছে সেটা জেনে সেগুলোর সমাধান দিতে হবে। এর সাথে তাকে অনলাইনে Demat Account Open করার ব্যাপারে সব কিছু জানাতে হবে। তবে এর জন্য চিন্তার কিছু নেই সব কিছু আপনাকে ট্রেনিং দেবে যদি আপনি এই চাকরিটা পেয়েযান।

বর্তমান ভেকেন্সি: ৬০ টি।

আরও পড়ুনঃ HDFC ব্যাংকে বাড়িতে বসে চাকরি বেতন ১৫ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা : যেকোনো গ্রাজুয়েট পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা : Good Communication Skills থাকতে হবে ভালো ভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। Customer Service এর জ্ঞান থাকতে হবে কারণ এই কাজটি Sales এর উপরে কাজ।

বেতন : বেতন প্রতি মাসে ২০,০০০ থেকে ২৫ হাজার টাকা রয়েছে।

এই চাকরিতে কী কী সুবিধা পাবেন: ফ্রি ট্রেনিং পাবেন, বাড়িতে বসে কাজ করে ইনকাম করতে পারবেন, Health Insurance পাবেন, ফ্রি অনেক সুবিধা পাবেন।

চাকরির বিজ্ঞপ্তি দেখুন ক্লিক করুন
online আবেদন করুন ক্লিক করুন
অন্য বিজ্ঞপ্তি দেখুন ক্লিক করুন

Share post

Leave a Comment