সরকারী স্টিল কারখানায় পশ্চিমবঙ্গ নিয়োগ 2021 , Steel plant job in west Bengal 2021 Apply now

 সরকারী স্টিল কারখানায় পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট এর জন্য সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এখানে ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। যে সমস্ত শুন্য পদে নিয়োগ হবে সমস্ত পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যোগ্যতা সমস্ত কিছু আপনাকে প্রথমে দেখে নিতে হবে। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো :- 

20201206 094335 »

 

 

নিয়োগ কোথায় হবে 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গ দূর্গাপুর স্টিল প্লান্ট এইনিয়মটি হবে। যোগ্যতা অনুযায়ী ছেলেমেয়ে সকলেই আবেদন করতে পারবেন। 

 

মোট শূন্যপদ 

সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ ৩৯ টি। 

 

কি কি পদ রয়েছে 

মেডিকেল অফিসার জিডিএমও , মেডিকেল অফিসার ডেন্টাল , মেডিকেল অফিসার অকুপেশনাল হেলথ , মেডিকেল স্পেশালিস্ট , মেডিকেল স্পেশালিস্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, মেডিকেল স্পেশালিস্ট পাবলিক হেলথ, মেডিকেল স্পেশালিস্ট প্লাস্টিক সার্জেন্ট, মেডিকেল স্পেশালিস্ট ব্লাড ব্যাংক। 

 

বয়স

সব পদের জন্যই বয়স সীমা দরখাস্তের শেষ দিন পর্যন্ত ৪১ বছরের মধ্যে হতে হবে কিছু কিছু ক্ষেত্রে ৩৪ বছর পর্যন্ত বয়স হতে হবে। 

 

বেতন 

২০ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত বেতনক্রম রয়েছে । কিছু কিছু ক্ষেত্রে কিছু কম-বেশি রয়েছে।  

 

আবেদন ফি

জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউ এস ক্যাটেগরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 700 টাকা এবং এসসি, এসটি ,শারীরিক প্রতিবন্ধী এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা । এর সাথে ব্যাংকিং চার্জ দিতে হবে যদি সেটি প্রয়োজন হয়। 

 

আবেদন পদ্ধতি

ডকুমেন্ট গুলিকে জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে স্ক্যান করার পর আবেদন ফরম টি সাথে পিডিএফ তৈরি করে নিজের ইমেইল আইডি থেকে [email protected] এই ইমেইল আইডিতে সেন্ড করতে হবে। 

 

আবেদনের শেষ সময়

সমস্ত পদের জন্যই পিডিএফ ফাইল অনলাইনে সেন্ড করার মানে আবেদন করার শেষ সময় সীমা ০৯/০১/২০২১ পর্যন্ত। 

 

নিয়োগ পদ্ধতি 

যে সমস্ত প্রার্থীরা যোগ্যপ্রার্থী বলে বিবেচিত হবেন তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে মেডিকেল স্পেশালিস্ট পদের ক্ষেত্রে। 

এবং বাকি পদগুলির জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে।

 আরো বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। 

আবেদনের ফরম ডাউনলোড করুন। 

অফিশিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি দেখুন। 

Share post

Leave a Comment