বাতিল ২০০০ টাকা নোট RBI নোটিশ জারি, সময় কতদিন, জানুন বিস্তারিত বিবরণ

বাতিল হয়ে গেল ২০০০ টাকার নোট RBI নোটিশ জারি করে জানিয়ে দিল। আবার লক্ষ লক্ষ মানুষের মাথায় হাত, ব্যাংকের লম্বা লাইনে আবার দাঁড়াতে হবে। আর বি আই এর নতুন বিজ্ঞপ্তি ২০০০ টাকার নোট বাতিল নিয়ে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে জেনে নিন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নোটিশ জারি করে জানিয়ে দেয়া হলো ২০০০ টাকার নোট আর ছাপাবে না আরবিআই। বাজারে যত দু হাজার টাকার নোট আছে সমস্ত নোট আর বি আই জমা করে নেবে। তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সকলকে ব্যাংকে জমা দিতে হবে ২০০০ টাকার নোট।

আগামী ৩০ এই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়সীমা বেধে দেওয়া হয়েছে তারপরে দুহাজার টাকার নোট বৈধতা থাকবে না। এ মাসের অর্থাৎ ২৩ মে থেকে ব্যাংকে জমা নিতে শুরু করবে ২ হাজার টাকার নোট এবং ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত জমা করা যাবে 2000 টাকার নোট।

একসাথে কুড়ি হাজার টাকা জমা করা যাবে ২০০০ টাকার নোট অর্থাৎ এক একবারে কুড়ি হাজার টাকার বেশি নোট জমা করতে পারবেন না। আরো বিস্তারিত তথ্য জানতে আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের চাকরির খবর ২০২৩।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Share post

Leave a Comment