OBC মামলার রায় জানালো সুপ্রিম কোর্ট, আরও ৪ মাস পিছিয়ে গেল WBP, KP সব পরীক্ষা !

OBC Mamlar Rai : দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুনানিতে ওবিসি মামলার সব থেকে বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের উকিল সুপ্রিম কোর্টের কাছে আর্জি করতেই সব যেন উলটপালট হয়ে গেলো । ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলো আটকে আছে এই ওবিসি মামলার দিকে তাকিয়ে, বিশেষ করে WBP Constable এবং Kolkata Police Constable সহ আরও বিভিন্ন পরীক্ষা।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রাজ্যজুড়ে সমস্ত চাকরিপ্রার্থীরা তাকিয়ে ছিল সুপ্রিম কোর্টের আজকের এই রায় এর দিকে। কারণ তাদের আশা ছিল রাই ঘোষণা হলেই তারাতারি পরীক্ষা নেওয়া হবে, তবে সকলের আশাতে এক ধরণের জল ঢেলে দিলো সুপ্রিম কোর্টের আজকের শুনানি।

OBC Case Update

রাজ্যে সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানান, হাই কোর্টের নির্দেশ মত কারা ওবিসি তালিকা ভুক্ত হওয়ার যোগ্য, নতুন করে সমীক্ষা বা যাচায়ের কাজ শুরু করেছে রাজ্য সরকার। তবে এর জন্য তিনি OBC Mamlar Sunani তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান। রাজ্য সরকারের এই আর্জি সুপ্রিম কোর্টের তরফ থেকে স্বীকার করা হয়েছে বলে খবর। এরপর বিচারপতি গবই বলেন “একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম। “

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে আদালত জানিয়েছে রাজ্য নতুন করে সমীক্ষা করলেও ভবিষ্যতে এই মামলার উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে।

তবে রাজ্য সরকারের আইনজীবী, কপিল সিব্বলের আর্জি শুনে বিচারপতি বি. আর গবোই প্রথমে জানতে চেয়েছেন- রাজ্য যে নতুন করে সমীক্ষা করবে এতে অন্য পক্ষের কোন আপত্তি রয়েছে কিনা। এতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন অন্য পক্ষের আপত্তি থাকার কথা না, কারণ তারা এটাই চেয়েছিলো যাতে নতুন করে সমীক্ষা করা হয়।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

এখন দেখার বিষয়, আগামী জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিমকোর্ট কী রায় প্রদান করে এবং রাজ্য সরকার ওবিসি তালিকাভুক্ত যারা রয়েছে তাদের নতুন করে সমীক্ষার পরে সুপ্রিম কোর্টে কী নথী পেশ করে। তবে সকলেই চাই যত তাড়াতারি সম্ভব হয় এই মামলার নিস্পত্তি করে দেওয়া হোক।

আরও পড়ুন : জেলা পুলিশে চাকরি ২ ০ ২ ৫ আবেদন চলছে
জমি বাড়ির দলিল ৫ মিনিটে দলিল ডাউনলোড করুন নতুন নিয়ম ২ ০ ২ ৫।
প্রচুর রেশন কার্ড বাতিল হবে, আপনার কার্ড বাঁচাতে জেনেনিন নতুন খবর

Share post

Leave a Comment