NIA Recruitment 2024: কেন্দ্রীয় এজেন্সিতে বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ, এখুনি আবেদন করুন

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

NIA Recruitment Vacancy 2024: কেন্দ্রীয় এজেন্সিতে বিভিন্ন পদে শতাধিক কর্মী নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে – সাব-ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট,কনস্টেবল সহ একাধিক পদে নিয়োগ হবে।

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন NIA Recruitment এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। নিচে সব বিস্তারিত দেখুন তারপর আবেদন করুন লিংক নিচে দেওয়া হয়েছে।

New Update: KP Constable Final result out Check Now

মোট কত শূন্যপদ : মোট শূন্যপদ ১১৯ টি , এর মধ্যে সাব-ইন্সপেক্টর ৫১ টি, ইন্সপেক্টর ৪৩ টি, অ্যাসিস্ট্যান্ট ১৩ এবং হেড কনস্টবল ১২ জন নিয়োগ করা হবে।

আবেদন কিভাবে করতে হবে: এর জন্য প্রথমে nia.gov.in এই ওয়েবসাইট ওপেন করতে হবে।
এবার নিজের ফোন নম্বর ও ইমেইল আইডি দিয়ে Registration করতে হবে।
Registration Complete হলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
এবার Application Form এ যাকিছু চাওয়া হবে সব লিখুন।
নিজের ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করুন।

রাজ্য সরকারের চাকরি: বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে।

শিক্ষাগত যোগ্যতা

ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদের জন্য: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

অ্যাসিস্ট্যান্ট পদের বেলায়: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস সাথে কাজের অভিজ্ঞতা।

হেড কনস্টবল পদের ক্ষেত্রে: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হলে যোগ্য।

এই নিয়োগ সম্পর্কিত আরও বিস্তারিত কিছু জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এছাড়া আমাদের whatsapp ও টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে সব বিজ্ঞপ্তি সবার আগে জানুন।

Official Website: click Here

Notification: Download Here

More Job News: Check Here

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment