Kolkata police Constable Result – কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট প্রকাশিত হল, এক ক্লিকেই চেক করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট। যদি আপনি কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে থাকে তবে আপনার জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন কিভাবে অনলাইনে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আজ ১১ অক্টোবর কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার যে cutoff গেলো তাতে পরীক্ষার্থীরা রীতিমতো হোঁচট খেলো।

kp prelims official cutoff 2022-23

CategoryMale CutoffFemale Cutoff
Ur6744.5
Ur (EC)64.540.5
UR (HG)64.540.5
UR (Civic)64.540.5
UR (Sport)64.540.5
ST37.2533
St (EC)34.7529
ST (HG)34.7529
ST (Civic)34.7529
ST (Sport)
SC55.7535.25
SC (EC)53.2531.25
SC (HG)53.2531.25
SC (Civic)53.2531.25
SC (Sport)
OBC (A)56.7527.25
OBC-A (EC)54.2523.25
OBC-A (HG)54.2523.25
OBC-A (Civic)54.2523.25
OBC-A (Sport)
OBC (B)64.2539.25
OBC-B (EC)61.7535.25
OBC-B (HG)61.7535.25
OBC-B (Civic)61.7535.25
OBC-B (Sport)

আরও রেজাল্ট : KP SI ফাইনাল রেজাল্ট ও মেরিট লিস্ট প্রকাশিত চেক করুন।

২ নভেম্বর থেকে কলকাতা পুলিশ কনস্টেবলের মাঠ রয়েছে। তাই মাঠ হওয়ার এক সপ্তাহ আগে Admit অবশ্যই প্রকাশিত হয় আর তারপর থেকে PMT PET এর জন্য Admit  ডাউনলোডের লিংক 18 oct Active করে দেওয়া হবে। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

Job News: Work from home job salary 15000/-

 আসুন জেনে নিই কিভাবে রেজাল্ট চেক করবেন – 

  • এর জন্য প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে www.police.wb.gov.in প্রবেশ করুন। লিংক নিচে দেয়া হয়েছে।
  •  এবার এখানে recruitment  সেকশনে ক্লিক করুন।
  •  এবার ক্যাটেগোরির ঘর থেকে written result  এই অপশনে ক্লিক করুন।
  •  এবার আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। 
  •  এবার এখান থেকে কোন পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে চান সিটি সিলেক্ট করুন।
  •  তারপর আপনার সামনে রেজাল্ট এর ঘর গুলি খুলে যাবে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এবং জন্ম তারিখ তারপর নিজের জেলা সিলেট করুন।
  •  সবশেষে সার্চ অপশনে ক্লিক করুন।
  •  এবার আপনার রেজাল্ট উঠে আসবে।

Official Website : Visit now

Check Result : Click Here

Job News: Click Here

Share post

Leave a Comment