KMC Recruitment 2023: কোলকাতা পৌর নিগমে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে আবার কর্মী নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। আপনি পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে বিস্তারিত নোটিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদন অফলাইন এবং অনলাইন দু’রকম ভাবেই করতে পারবেন। যার যেটি সুবিধে হবে সেই মতো আবেদন করবেন। কলকাতা পৌর নিগম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সবকিছু নিচে বর্ণনা করা হয়েছে।

পদের নাম: স্টাফ নার্স।
নিয়োগ সংস্থা: KMC কোলকাতা পৌর নিগম।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ পশ্চিমবঙ্গ সরকারের চাকরি।

মোট শূন্যপদ: ৩০টি।
বেতনক্রোম: ২৫০০০/- টাকা প্রতি মাসে।
চাকরির স্থান: পশ্চিমবঙ্গের কোলকাতা পৌর নিগম এলাকার যে কোন জায়গায়।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হতে হবে জিএনএম নার্সিং পাশ, বিএসসি পাশ হতে হবে।
আবেদনের বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুন: মাধ্যমিক যোগ্যতায় কোন কোন চাকরির দরখাস্ত চলছে।

নিয়োগ পদ্ধতি: শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করবেন ফর্ম নিয়ে অফিসিয়াল যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে পূরন করা ফর্ম জমা করতে হবে।
ফর্ম জমা দেওয়ার ঠিকানা: Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg-5, S.N, Banerjee Road, Kolkata-700013.

আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি: ক্লিক করুন

Share post

Leave a Comment