ভারতীয় পোর্ট দপ্তরে বেশকিছু শূন্য পদে কর্মী নিয়োগ, ফর্ম সংগ্রহ করতে বিস্তারিত জেনে নিন

ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশন (Indian Port Association) বেশকিছু শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে। সম্প্রতি সেই মর্মে একটি বিজ্ঞপ্তি (Recruitment Notification) প্রকাশ করা হয়েছে পোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী প্রার্থীদের অফলাইনে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন জমা করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রতিবেদন থেকে জেনে নিন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদনকারি প্রার্থীর যোগ্যতা
ক) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
খ) আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত প্রার্থীর বয়স ৫০ এর কম হতে হবে।
গ) ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সের উপর ব্যাচেলর ডিগ্রি/ মাস্টার ডিগ্রি/ পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
ঘ) যে কোনো আইটি টিমে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদ সংক্রান্ত বিবরণ –
পদের নাম : এক্সিকিউটিভ ডিরেক্টর-আইটি (Executive Director – IT)
মোট শূন্যপদ : এই পদের জন্য মোট একটি শূন্যপদ রয়েছে।
বেতনক্রম : এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসে ১,৬০,০০০ থেকে ২,৯০,০০০ টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে।

প্রার্থী বাছাই পদ্ধতি –
আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে একটা তালিকা প্রস্তুত কইরা হবে এবং তারপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করানো হবে। অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা প্রার্থীর ই-মেইলে ইন্টারভিউয়ের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য –
আবেদন পদ্ধতি : আবেদন করার জন্য প্রার্থীকে নিম্নে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে হবে। এরপর বিজ্ঞপ্তি ভালো করে পড়ে যোগ্য মনে হলে বিজ্ঞপ্তির শেষ তিনটি পেজ যথা Annexure-l এবং Annexure-lI প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর তা সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিম্নে দেওয়া ঠিকানায় স্পীড পোস্ট করে দিতে হবে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদন পাঠাবার ঠিকানা : নিম্নে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পোস্ট করতে হবে।
Managing Director,
Indian Port Association,
1st Floor, South Tower, NBCC Place, Bhisham Pitamah Marg, Lodi Road, New Delhi — 110 003

আবেদনের শেষ তারিখ : আগামী ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। এই তারিখের পর জমাকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।

official website: visit now and download notification

Share post

Leave a Comment