ইনকাম ট্যাক্স দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আয়কর দপ্তরে চাকরির সুযোগ

ইনকাম ট্যাক্স দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ এবার পাবেন আয়কর দপ্তর এর চাকরির সুযোগ এই সুযোগ হাতছাড়া করবেন না। অনেকদিন পর পর ওই কর দপ্তরি নিয়োগ হয়।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

যদি আপনি ইনকাম ট্যাক্স এর দপ্তরে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনি সঠিক জায়গা পেয়েছেন জেনে নিন কিভাবে আবেদন করবেন তাছাড়া গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এক নজরে।

পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। বিভিন্ন পদ রয়েছে তার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে।

কোন কোন পদে নিয়োগ হবে:- নিয়োগ হবে তিন ধরনের পদে যথা (১)ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স(২) অ্যাসিস্ট্যান্ট অফ ইনকাম ট্যাক্স এবং(৩) মাল্টিটাস্কিং স্টাফ।

Read more:- health west Bengal recruitment new 2021

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

মোট শূন্যপদ:-১২+১৩+৩ = ২৮ টি।

বয়স:-১৮ থেকে ৩০ বছর। তাছাড়া অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:- ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এই পদের জন্য গ্রাজুয়েশন পাস হলে আবেদন করতে পারবেন।

অ্যাসিস্ট্যান্ট পদের জন্য:- গ্রাজুয়েশন পাস হতে হবে পাশাপাশি কম্পিউটারে এক ঘন্টায় ৮০০০ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

মাল্টিটাস্কিং স্টাফ:- এর জন্য মিনিমাম মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন।

Read more:- wb school group d and c 10000 new vacancy

বেতন:- ৪৪৯০০ থেকে ১৪২৪০০ পর্যন্ত।

আবেদন পদ্ধতি:- সমস্ত পদের জন্যই নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানাতেই পাঠিয়ে দিতে হবে।

আবেদনের ঠিকানা:- income tax officer (Hq) (Admin), O/o principal chief Commissioner of income tax UP (east), Aayakar bhawan, 5 Ashok Marg, Lucknow 226001.

আবেদনের শেষ তারিখ:- ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত।

অফিশিয়াল নোটিফিকেশন
দরখাস্তের ফরম
চাকুরীর বিজ্ঞপ্তি

আপনি যদি নিয়মিত বিভিন্ন চাকরির খবর অনায়াসে পেতে চান তাহলে ভিজিট করুন প্রত্যহ www.yuktidhara.com এই ওয়েবসাইটে ।

আরো দেখুন:- অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সারা রাজ্যে।
জেলা ভিত্তিক চাকরির খবর প্রতিদিন নতুন।
প্রতি সপ্তাহে চাকরির খবর
এ মাসের কোন কোন চাকরির দরখাস্ত চলছে

প্রশ্ন ও উত্তর :-
আয়কর দপ্তর এ কারা কারা চাকরির জন্য আবেদন করতে পারবে?
:- নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুসারে ছেলে মেয়ে উভয়েই।

আইকর দপ্তরে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার?
:- নিম্ম মাধ্যমিক পাশ থেকে গ্রাজুয়েশন পাস হল আয়কর দপ্তর আবেদন করা যায়।

ইনকাম ট্যাক্স দপ্তরে চাকুরীর বয়স কেমন লাগে?
:- মিনিমাম বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হয় তাছাড়াও পদ অনুযায়ী বয়সের ভাগ অন্যান্য হতে পারে।

ভারতীয় ইনকাম ট্যাক্স দপ্তর কর্মী নিয়োগ
:- ভারতীয় ইনকাম ট্যাক্স দপ্তরে কর্মী নিয়োগের দরখাস্ত চলছে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসে।

Share post

1 thought on “ইনকাম ট্যাক্স দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আয়কর দপ্তরে চাকরির সুযোগ”

Leave a Comment