মানব দেহের বিভিন্ন অঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর,  অবশ্যই এগুলো জেনে রাখা প্রয়োজন। 

প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি?

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

উত্তর:  মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক। হল মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ।

প্রশ্ন.  মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি ?

উত্তর: মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার। 

প্রশ্ন: মানব দেহে হাড়ের সংখ্যা কত?
উত্তর:  মানবদেহে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি।  শিশুদের ক্ষেত্রে হারের সংখ্যা ৩০০ টি হয়। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

প্রশ্ন: মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
উত্তর: মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হল যকৃৎ। একে মানুষদের সর্ববৃহৎ পৌষ্টিক  গ্রন্থিও বলা হয়। 

প্রশ্ন: মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

উত্তর: মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা  বা মানব দেহের সর্বাপেক্ষা দেহ উষ্ণতা ৯৮.৫  ডিগ্রী ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকে।

 প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?

উত্তর:  মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম স্টেপিস এই হাড়ের অবস্থান মানুষের কানে। 

প্রশ্ন: মানব দেহের পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ ?

উত্তর:  মানবদেহের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশগুলির যেমন দাঁত, পৌষ্টিক নালী,  বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, যকৃত, অগ্নাশয় ইত্যাদি।

  • প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা ৩২ টি। 
  •  শিশুদের দাঁতের সংখ্যা বা দুধ সংখ্যা কুড়িটি। 
  •  মানুষের প্রোস্টিক নালীর দৈর্ঘ্য  ৯ মিটার।
  • মানুষের বৃহদন্তের দৈর্ঘ্য ১.৫ মিটার।
  • ক্ষুদ্রান্তের  দৈর্ঘ্য হল ৭ মিটার। 
  • মানবদেহের যকৃতের  ওজন হল ১.৫  কেজি। 

আরো পড়ুন : মাধ্যমিক পাশ চাকরির খবর ২০২৩।
ইচ্ছেমতো চাকরি খুঁজে নিন এখানে ক্লিক করুন।
✅Work From Home বাড়িতে বসে কাজ করে ইনকাম জেনেনিন।

Share post

Leave a Comment