ICF Recruitment 2023: রেলের বগি তৈরির কারখানায় ৭৮২ জন কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতাই আবেদন করুন

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ৭৮২ জন কর্মী নিয়োগ এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক পাস ছেলেমেয়েদের থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে নিয়োগ হবে তার জন্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

Integral coach factory তে যে সমস্ত পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে সেগুলি হল কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, এম এল টি রেডিওলজি, এম এল টি প্যাথলজি সহ এছাড়াও আরও বিভিন্ন পদ রয়েছে। সমস্ত পদের জন্যই অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়ে গেছে এবং চলবে 30 জুন ২০২৩ পর্যন্ত।

নিয়োগকারি সংস্থা: Integral coach factory

পদের নাম: apprentice

আরও পড়ুনঃ ভারতীয় রেলে ভ্রমণ করলে মাত্র 35 পয়সায় পাবেন ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা যেমন বিস্তারিত।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস উভয় আবেদন করতে পারবেন। এছাড়াও আইটিআই সার্টিফিকেট পাস হলেও আবেদন করতে পারবেন।

মোট শূন্য পদ: ৭৮২ টি। এরমধ্যে ফ্রেশার্সদের জন্য ২৫২ টি এবং এক্স আইটিআইদের জন্য ৫৩০ টি ভ্যাকেন্সি রয়েছে।

আবেদনের বয়স: ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে বয়সের হিসাব করবেন ৩০ জুন ২০২৩ এর হিসাবে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বেলায় বয়সে যথারীতি ছাড় রয়েছে।

চাকরির স্থান: তামিলনাড়ু রাজ্য রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে।

বেতন ক্রোম: ৬০০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত প্রতিমাসে। যেহেতু এগুলি apprentice পদ তাই বেতন ক্রম এরকম হয়েছে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট pb.icf.gov.in এর মাধ্যমে আবেদনের লিংক নিচে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ চলছে বিস্তারিত জেনে নিন

আবেদন ফি: ১০০ টাকা এবং তফসিলি জাতি তফসিলে উপজাতি ও মহিলা ক্যান্ডিডেটদের বেলায় কোন আবেদন দিতে হবে না।

অনলাইন আবেদনের শেষ: তারিখ ৩০ জুন ২০২৩ পর্যন্ত।

Official notification: Click Here

Application online: Click Here 

More job news: Click Here 

Share post

Leave a Comment