ভারত সরকারের কয়লা কারখানায় (CIL) বিভিন্ন পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতক

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ১৭৬৪ টির বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL)। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইএল। মোট ১৬ ধরণের পদের জন্য ১৭৬৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে? কি যোগ্যতা লাগবে? আবেদন কিভাবে করবেন? সমস্ত তথ্য প্রতিবেদন থেকে জেনে নিন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) এক্সিকিউটিভ ক্যাডারে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য

১) পদের নাম : ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল (ELECTRICAL & MECHANICAL)
শূন্যপদ- এই পদের জন্য মোট ৪৭৭ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : উক্ত পদের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ এবং ইঞ্জিনিয়ারিংয়ের উপর ৩ বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

২) পদের নাম : ইলেকট্রনিক এবং টেলিকমিউনিকেশন (ELECTRONICS & TELECOMMUNICATION)
শূন্যপদ : এই পদের জন্য ১২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ ও উক্ত বিষয়ে ৩ বিচরের এডভান্স ডিপ্লোমা সম্পন্ন করতে হবে।

৩) পদের নাম : এনভায়রমেন্ট (ENVIRONMENT)
শূন্যপদ : এখানে মোট ৩১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ডিগ্রির সঙ্গে আইএসএম/আইআইসিএম থেকে ম্যানেজমেন্টের উপর ৮ সপ্তাহের ট্রেনিং।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

৪) পদের নাম : এক্সকাভেশন (EXCAVATION)
শূন্যপদ : এই পদে ৩৪১টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ সহ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ৩ বছরের ডিপ্লোমা কোর্স।

৫)পদের নাম : ফিন্যান্স (FINANCE)
শূন্যপদ- এই পদে জন্য ৩৪১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রির সাথে CA/ ICWA এর ফাইনাল পরীক্ষার ছাত্র ছাত্রী কিংবা ইন্টার কস্ট/ চার্টার্ড সম্পন্ন থাকলে আবেদন করা যাবে।

আরও পড়ুন : মাধ্যমিক পাস চাকরি পশ্চিমবঙ্গে আবেদন চলছে

৬) পদের নাম : হিন্দি (HINDI)
শূন্যপদ : এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : হিন্দি বিষয়ে ৫৫% নম্বর সহ এমএ ডিগ্রী থাকতে হবে।

৭) পদের নাম : লিগাল (LEGAL)
শূন্যপদ : এখানে মোট ২২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : আইন বিষয়ে স্নাতক।

৮) পদের নাম : মার্কেটিং এবং সেলস (MARKETING & SALES)
শূন্যপদ : এখানে মোট ৮৯টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্পন্ন করলে আবেদন করা যাবে।

৯) পদের নাম : ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট (MATERIALS MANAGEMENT)
শূন্যপদ : এখানে মোট ১২৫টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক।

১০) পদের নাম : পার্সোনাল (PERSONNEL)
শূন্যপদ : এখানে মোট ১১৪টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : সমাজ বিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

১১) পদের নাম : পাবলিক রিলেশন (PUBLIC RELATIONS)
শূন্যপদ : এখানে মোট ৩টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

১২) পদের নাম : সেক্রেটারিয়াল (SECRETARIAL)
শূন্যপদ : এখানে মোট ৩২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।

১৩) পদের নাম : সিকিউরিটি (SECURITY)
শূন্যপদ : এখানে মোট ৮৩টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।

১৪) পদের নাম : সিস্টেম (SYSTEM)
শূন্যপদ : এখানে মোট ৭২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনই বিষয়ে স্নাতক সম্পন্ন করতে হবে।

১৫) পদের নাম : সিভিল (CIVIL)
শূন্যপদ : এখানে মোট ৩৩১টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : ৩ বছরের ডিগ্রি কোর্স থাকতে হবে।

১৬) পদের নাম : কোম্পানি সেক্রেটারি (COMPANY SECRETARY)
শূন্যপদ : এখানে মোট ২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক সম্পন্ন করতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি –

২০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

১) আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে নিম্নে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর পর পর এভাবে Career with CIL>Departmental Recruitment >Promotion/ Selection from Non-Executive to Executive Cadre (CBT) ধাপ গুলি সম্পন্ন করতে হবে।
৩) তারপর প্রার্থীকে রেজিস্টার করতে হবে এবং সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে
৪) আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে তা সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ –

আবেদন শুরু: ০৪ঠা আগস্ট ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদন শেষ: আগামী ২রা সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

official website: Click Here

Share post

Leave a Comment