ভারতীয় রিজার্ভ ব্যাংকে গ্রুপ B কর্মী নিয়োগ, মাসিক বেতন এক লক্ষ টাকা, বিস্তারিত বিবরণ 

RBI Grade B 2023 recruitment: ভারতীয় রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ বি পদে নিয়োগের অনলাইন আবেদন শুরু হলো। যদি আপনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের চাকরি করতে ইচ্ছুক তবে আজ এই প্রতিবেদনে রিজার্ভ ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং রিজার্ভ ব্যাংকে চাকরির আবেদন করুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

যদি আপনি না জানেন রিজার্ভ ব্যাংকে চাকরি কিভাবে পাওয়া যায় তবে আজ আপনি সবকিছু জানতে পারবেন। তাই ব্যাংকে চাকরি করার স্বপ্ন থাকলে চাকরি পাওয়ার উপায় কি সেটিও জেনে নিন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে ব্যাংকে চাকরির নতুন বিজ্ঞপ্তি ২০২৩ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি (RBI Grade B 2023 recruitment)  অনুযায়ী গ্রুপ বিপদে কোন কোন শূন্যপদে নিয়োগ চলছে।

শূন্যপদ: ২৯১ টি।

Read more: Top 10 Scholarship 2023 apply for all students 2023-24 session 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ভারতীয় রিজার্ভ ব্যাংকের যেসব পদে নিয়োগ চলছে: 

  • Officer Grade B
  • Grade B DEPR 
  • Grade B DSIM

কোন পদে কত ভ্যাকেন্সি:

  • Officer Grade B – 222
  • Grade B DEPR – 38
  • Grade B DSIM – 31

শিক্ষাগত যোগ্যতা: 

  • Officer Grade B : ৬০ শতাংশ রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রী পাস অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী পাস হলে আবেদনযোগ্য। তাছাড়া অনগ্রসর শ্রেণী থেকে বিলং করলে ৫৫ শতাংশ রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন।
  • Grade B DEPR : অর্থনীতি বিষয় নিয়ে বা ইকোনমিক সাবজেক্ট নিয়ে ৫৫ শতাংশ রেজাল্ট থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
  • Grade B DSI : Master’s Degree in Statistics অথবা অংক বিষয় নিয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অন্তত ৫৫% রেজাল্ট পেয়ে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। তাছাড়া এসসি,এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রতিটি কাজটির ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় রয়েছে।

Read More: Work from home job 2023 for boys, girls, housewife, student apply online.

আবেদন ফি: সাধারণ এবং অভিসি প্রার্থীদের বেলায় ৮৫০ টাকা এবং SC/ST/PWD বেলায় ১০০ টাকা।

বেতন: সব মিলিয়ে মাসে এক লক্ষ টাকা বেতন রয়েছে এই চাকরির জন্য।

আবেদন পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে লিংক নিচে দেয়া হয়েছে।

আবেদন শুরু এবং শেষ তারিখ: RBI Grade B 2023 recruitment আবেদন শুরু হবে মে মাসের ৯ তারিখ থেকে এবং চলবে জুন মাসের ৯ তারিখ পর্যন্ত।

Click Visit: Official Website

Click here: for online application

Click here: more job notification

Share post

Leave a Comment