রাজ্যের SDO অফিসে ব্লক ভিত্তিক কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন

রাজ্যের মহুকুমা শাসকের অন্তরগত বিভিন্ন ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন। তাই আবেদন করার আগে সবকিছু ঠিকঠাক ভাবে জেনে নিয়ে আবেদন করুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পদের নাম: আশা কর্মী।
যোগ্যতা: মাধ্যমিক পাশ।
মোট শূন্যপদ: ৩৭ টি।
বয়স: ২২ থেকে ৪০ বছর।

আবেদন পদ্ধতি: অফলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে নিচের ঠিকানায় জমা করতে হবে।
চাকরির স্থান: হুগলি জেলার চন্দননগর মহুকুমা শাসকের অধীনে বিভিন্ন ব্লকে।
কারা আবেদন যোগ্য: আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪/০৩/২০২৩ পর্যন্ত।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
১) অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙীন পাসপোর্ট ছবি।
২) ৫ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা নাম।

৩) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট / বয়সের প্রমাণ।
৪) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশীট।
৫) ভোটার সচিত্র পরিচয়পত্র (EPIC) / Ration Card.

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

৬) SC/ST শংসাপত্র (প্রযোজ্য হলে)।
৭) স্বনির্ভর গোষ্ঠী / প্রশিক্ষণপ্রাপ্তদাই এবং লিংকওয়ার্কার এর শংসাপত্র (প্রযোজ্য হলে)।
৮) বর্তমান ভোটার তালিকার অংশ নং ক্রমিক নং -এর প্রত্যয়িত নকল

উচ্চতর শিক্ষাগত যোগ্যতার (উচ্চ মাধ্যমিক/স্নাতক/ স্নাতকোত্তর) শংসাপত্র যদি থাকে।

Official website/Form: Download
Read More Job News: Click Here

Share post

Leave a Comment