পঞ্চায়েতের সব সার্টিফিকেট পাবেন অনলাইনে, হাতে কলমে শিখেনিন সবকিছু

এক ক্লিকেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট যেমন – ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টর সার্টিফিকেট, ব্যক্তিগত পরিচয়পত্র, বাসিন্দা সার্টিফিকেট , ডিসট্যান্স সার্টিফিকেট ইত্যাদি পাবেন অনলাইনে। চালু হলো নতুন পোর্টাল, এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। আর হুন্নেহয়ে ছুটে বেড়াতে হবে না নিচে সব কিছু দেওয়া হয়েছে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অনলাইন পরিষেবা শুরু হচ্ছে ২ ৭ ডিসেম্বর থেকে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন , অনেক সময় দেখা যায় সাদ্ধারণ একটি সংসাপত্রের জন্যে চূড়ান্ত দুর্ভোগ পেতে হচ্ছে মানুষকে মানুষের এই ভোগান্তি একেবারেই গ্রহণ যোগ্য নয় নবান্নের কাছে। মানুষকে এই ধরণের দুর্ভোগ থেকে মুক্তি দিতে এই অনলাইন পরিষেবা চালু করলো পঞ্চায়েত দফতর।

অনলাইনের মাধ্যমে কিভাবে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট পাবেন

অনলাইনের মাধ্যমে শংসাপত্র পেতে হলে প্রথমে prd.wb.gov.in ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এখানে আপনি প্রথম পেজ দেখতে পাবেন এবার নিচে স্ক্রল করে দেন সাইডে Citizen Corner নামে একটি বোতাম দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এখানে সমস্ত সার্টিফিকেট এর তালিকা দেখতে পাবেন। যদি না দেখতে পান তাহলে View All বোতামে ক্লিক করলে সম্পূর্ণ তালিকা দেখিয়ে দেবে।

এবার আপনি মন মতো যে কোনো সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই রকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিচের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

ওয়েবসাইটে প্রবেশ করুন: ক্লিক করুন
নতুন আপডেট জানুন: ক্লিক করুন
ঘরে বসে ইনকাম করুন: ক্লিক করুন

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

Share post

Leave a Comment