Home Guard Recruitment 2025 : প্রকাশিত হল হোমগার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Home Guard Job) গোটা রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলেই হোমগার্ড পদে চাকরির আবেদন করতে পারবেন। তাছাড়া সিভিক পুলিশদের জন্যেও দেওয়া হয়েছে আলাদা ভেকেন্সি। সব মিলিয়ে এই হোম গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি টা চাকরিপ্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ।
Home Guard Recruitment 2025 Details
দীর্ঘ দিন পর নবান্ন থেকে হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সেই ছাড়পত্র লালবাজারে পৌঁছে গিয়েছে। এবার লালবাজার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি Recruitment Committee গঠন করবেন। নিয়োগের সব দায়িত্ব এই কমিটির হাতে থাকবে।
Home Guard Recruitment 2025 – Home Guard Job Vacancy
• পদের নাম : হোমগার্ড।
• শূন্যপদ : ৫০০ টি। এর মধ্যে ১০% সিভিক দের জন্য সংরক্ষণ রয়েছে।
• নিয়োগের স্থান : কলকাতা পুলিশ এর বিভিন্ন থানাতে।
• প্রার্থীর বয়স : ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
• বেতন : মাসে ৯০০০/- টাকা থেকে ১২০০০/- টাকা পর্যন্ত।
• শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে বিভিন্ন সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন।
হোম গার্ড নিয়োগ ২০২৫ Kolkata Police Home Guard Recruitment Process 2025
নিয়োগ পদ্ধতি: নিয়োগ হবে তিনটি বাছাই পদ্ধিতির মাধ্যমে, প্রথমে দরখাস্ত বাছাই এর পর হবে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং এর পর হবে ৬০ নম্বর এর লিখিত পরীক্ষা। পরীক্ষায় পাস করলে দেওয়া হবে নিয়োগ।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাস সরকারি ও বেসরকারি চাকরি খবর।
Required Documents need to apply KP Home Guard Recruitment 2025
• জন্ম প্রমান পত্র।
• পরিচয় পত্র, যথা আধার কার্ড ভোটার কার্ড।
• রঙিন পাসপোর্ট সাইজের ফটো
• আবেদনকারীর স্বাক্ষর।
• মাধ্যমিকের এডমিট কার্ড।
• মাধ্যমিকের মার্কশিট।
• বায়োডাটা।
আরও পড়ুন: রাজ্য সরকারের কোন কোন চাকরির দরখাস্ত চলছে।
How To Apply Kolkata Police Home Guard 2025
আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে, অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক খুব শিগ্রই জানানো হবে। প্রতিনিয়ত নতুন আপডেট জানতে টেলিগ্রামে join হয়ে থাকুন।
Kolkata police Home Guard Recruitment 2025 FAQ
1.কলকাতা পুলিশে হোম গার্ড নিয়োগ কেন নতুন শূন্যপদ?
উত্তর:- জানা যাচ্ছে নরেন্দ্রপুর থানা ভেঙে ২ টি নতুন থানা গঠন করা হবে, মূলত সেই কথা মাথায় রেখে নতুন নিয়োগের ছাড়পত্র দিয়েছে নবান্ন।
2. কত নম্বর পেলে কলকাতা পুলিশে হোম গার্ড পদে পাস করানো হবে ?
উত্তর:- অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে ৬০ নম্বর এর লিখিত পরীক্ষাতে কত নম্বর পেলে পাস , সেটা এখনো ঘোষণা হয়নি, নিয়োগ কমিটি কি সিদ্ধান্ত নেই সেটা পরে জানানো হবে। তাই প্রত্যেহ এই পেজে চোখ রাখুন।
3.কলকাতা পুলিশ হোম গার্ড নিয়োগ ২০২৫ এ সিভিক দের জন্য শূন্যপদ কত?
উত্তর:- মোট শূন্যপদ ৫০০ টি এর মধ্যে ৫০ টি শূন্যপদ সিভিকদের জন্য সংরক্ষিত।
4. কলকাতা পুলিশ Home Guard Rceruitment উচ্চতা কেমন থাকতে হবে ?
উত্তর:- নূন্যতম ১৬০ সেমী শারীরিক উচ্চতা থাকতে হবে হোম গার্ড পদে চাকরি পাওয়ার জন্য। মহিলাদের জন্য ১৫৭ সেমী।
আরও পড়ুন: প্রাইভেট কোম্পানিতে চাকরি।
5. Kolkata Police Home Guard Recruitment 2025 Apply Date
উত্তর:- আবেদন শুরু হবে মার্চ মাসের পরে, অর্থাৎ নতুন আর্থিক বছরের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এর পরেই জমা নেয়া হবে আবেদনপত্র। কারণ এই নিয়োগটি খুব শিগগিরই হবে।