প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM Kisan Yojana) প্রকল্পের ১ ৯তম কিস্তির টাকা কবে দেবে খুশির খবর জানিয়ে দিল কেন্দ্রীয় কৃষি দপ্তর। তবে এই সমস্ত কৃষকরা পাবেন না কোনো টাকা, কারা টাকা পাবেন না , টাকা পাওয়ার জন্য কী করতে হবে বিস্তারিত জেনেনিন।
পিএম কিষান ১ ৯ তম কিস্তির টাকা ২ ০ ২ ৫
এবার পিএম কিষান প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে ? যে সমস্ত কৃষকরা আশা করেছিল যে ২ ০ ২ ৫ বাজেটে PM Kisan Yojana এর টাকার পরিমান ৬ হাজার থেকে বেড়ে ১ ২ ০ ০ ০ টাকা হবে, কিন্তু বাজেটে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি। তাই আগের মতোই বছরে ৬ ০ ০ ০ টাকা করে দেওয়া হবে।
কবে দেবে পিএম কিষান ১ ৯ তম কিস্তির টাকা
কৃষি দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী এমাসেই ২ ৪ ফেব্রুয়ারী ২ ০ ২ ৫ পিএম কিষান প্রকল্পের টাকা দেবে মোদী। জানা যাচ্ছে, বিহার রাজ্যের ভাগলপুর জেলা থেকে নরেন্দ্র মোদী সমস্ত যোগ্য কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট এ PM Kisan Yojana 19th Installment এর ২ ০ ০ ০ টাকা দেবেন সরাসরি।
আরও পড়ুন : কৃষকদের জন্য চালু হল আরেকটি নতুন প্রকল্প – পিএম ধনধান্য কৃষি প্রকল্প বিস্তারিত জেনেনিন।
কোন কৃষকরা PM Kisan Yojana 19th Installment এর টাকা পাবেন না
জানা যাচ্ছে এবার অনেক কৃষক ১ ৯ তম কিস্তির টাকা পাবেন না, এর মধ্যে বিহারে ৬ ২ ১ ২ জন কৃষক রয়েছে যারা এখনো E-KYC করেননি তাই তারা টাকা পাবেন না। পশ্চিমবঙ্গেও এমন অনেক কৃষক রয়েছে যাদের PM Kisan Yojana E-KYC করা নেই তারাও এবার টাকা পাবেন না। টাকা পাওয়ার জন্য শিগ্রই E-KYC করিয়ে নিন।
PM Kisan E-KYC কিভাবে করবেন
পি এম কিষান প্রকল্পের E-KYC আপনি নিজেই করতে পারবেন প্রজন শুধু একটা এন্ড্রয়েড মোবাইল। kyc করার তিনটি মাধ্যম রিয়েছে
(১ ) পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট থেকে kyc করতে পারেন।
(২ ) পিএম কিষান মোবাইল app থেকে করতে পারেন।
(৩ ) আপনার নিকটবর্তী CSC সেন্টার থেকে বা SSK থেকেও PM Kisan E-KYC সম্পন্ন করতে পারবেন।
চাকরির খবর: মাধ্যমিক যোগ্যতায় জেলা ভিত্তিক BSK নিয়োগ ২ ০ ২ ৫ আবেদন করুন ।
Important Link:
PM Kisan Website: Click Here
PM Kisan Mobile App: Click Here
More Update: Click Here
PM Kisan Status Check: Click Here