জেলা ভিত্তিক CSK নিয়োগ ২ ০ ২ ৫, মাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রাজ্যে যেমন BSK নিয়োগ হয় তেমন এবার নিয়োগ হবে CSK, দারুন সুযোগ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য। জেলা ভিত্তিক চাকরি হবে, পরিচালনা করবে কেন্দ্রীয় সরকার। আবেদন করতে ইচ্ছুক ছেলে মেয়েরা বিজ্ঞপ্তির বিস্তারিত জীনেনিন যেমন –

কেন্দ্র সরকার ভারতের প্রত্যেকটা রাজ্যে জেলাভিত্ত্বিক কর্মী নিয়োগ করছে আঁধার সেন্টারে কাজ করার জন্য। এর জন্য একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে , যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে নিয়োগের ভেকেন্সি রয়েছে। যোগ্যতা হিসেবে নূন্যতম উচ্চমাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে। তবে আপনি যদি মাধ্যমিক পাস থাকেন তবুও আবেদন করতে পারবেন, তবে তারজন্য রয়েছে কিছু শর্ত যেগুলো নিচ্ছে দেওয়া হয়েছে।

পদের নাম : আধার অপারেটর ASK(aadhar seva kendra )

যোগ্যতা : উচ্চমাধ্যমিক বা যারা মাধ্যমিক পাস হিসেবে আবেদন করতে চান তাদের ২ বছর ITI থাকতে হবে।

আরও পড়ুনঃ কৃষকদের জন্য চালু হলো নতুন প্রকল্প পিএম ধনধান্য কৃষি যোজনা 2025

বয়স : আবেদনকারীর নূন্যতম বয়স ১ ৮ বছর এর উর্ধে থাকলেই আবেদন করতে পারবেন।

বেতন : প্রকাশিত হয়ে বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি এই সম্পর্কিত আরও জানতে নিচের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন ।

আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। লিংক নিচে দেওয়া হয়েছে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদনের শেষ সময় : আবেদন করার শেষ সময় ২ ৮ ফেব্রুয়ারী ২ ০ ২ ৫ পর্যন্ত।

আবেদন করার লিংক Click Here
চাকরির বিজ্ঞপ্তি Click Here

আরও পড়ুন: পিএম কিষান ১ ৯ তম কিস্তির টাকা কবে দেবে অফিসিয়াল ডেট ঘোষণা হল, অকেন কৃষক এবার পাবে না টাকা।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment