পোস্ট অফিসে চাকরীর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো একইসাথে অনলাইন আবেদন শুরু হয়েছে আজ থেকে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য আবার একটি সরকারি চাকরি পাওয়ার সুযোগ IPPB Recruitment 2025 বিস্তারিত নিচে দেওয়া হল।
ভারতীয় পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) তাদের তথ্যপ্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
IPPB Recruitment 2025
মোট ৬৮টি পদে নিয়োগ করা হবে। পদের বিবরণ নিচে দেওয়া হলো:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি): ৫৪টি।
ম্যানেজার (আইটি) – পেমেন্ট সিস্টেমস: ১টি।
ম্যানেজার (আইটি) – ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক ও ক্লাউড: ২টি।
ম্যানেজার (আইটি) – এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউস: ১টি।
সিনিয়র ম্যানেজার (আইটি) – পেমেন্ট সিস্টেমস: ১টি।
সিনিয়র ম্যানেজার (আইটি) – ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক ও ক্লাউড: ১টি।
সিনিয়র ম্যানেজার (আইটি) – ভেন্ডর/কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট: ১টি।
সাইবার সিকিউরিটি এক্সপার্ট: ৭টি।
প্রয়োজনীয় যোগ্যতা ও বয়স:
শিক্ষাগত যোগ্যতা: প্রাসঙ্গিক ক্ষেত্রে B.E./B.Tech বা সমতুল্য ডিগ্রি।
অভিজ্ঞতা: পদভেদে অভিজ্ঞতা শূন্য থেকে ৬ বছরের মধ্যে হতে হবে। আরও বিস্তারিত নিচের বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।
বয়সসীমা (১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী): অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে: ২০-৩০ বছর ম্যানেজার পদের জন্য ২৩-৩৫ বছর সিনিয়র ম্যানেজার পদে আবেদনের জন্য ২৬-৩৫ বছর থাকতে হবে।
সাইবার সিকিউরিটি এক্সপার্ট পদের জন্য সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন শুরু হয়েছে: ২১ ডিসেম্বর ২০২৪ থেকে এবং আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৫
আবেদন পদ্ধতি: আবেদনকারীকে IPPB-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে www.ippbonline.com এটি অফিসিয়াল ওয়েবসাইট।
প্রয়োজনীয় কাগজপত্র যেমন -আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়।
প্রার্থী বাছাই পদ্ধতি: শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। সফল প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন ফি: আবেদন ফি সম্পর্কিত সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। নিচে আবেদনের লিঙ্ক সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
অফিসিয়াল বিজ্ঞপ্তি: ডাউনলোড করুন
আবেদন করুন: অফিসিয়াল ওয়েবসাইট
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির আবেদন করতে পারবেন।