Top 10 HS Student Result 2024 : এবছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে কতজন তাদের রেজাল্ট দেখুন বিস্তারিত

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

WB HS Toppers 2024 ঘোষণা হলো উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৪ এবছর প্রথম দশে রয়েছে রাজ্যের ১৫ টি জেলা থেকে মোট ৫৮ জন। তার মধ্যে সবথেকে বেশি ১৩ জন রয়েছে হুগলি জেলা থেকে। বাঁকুড়া থেকে ৯ জন,কলকাতা থেকে প্রথম দশে রয়েছে ১০ জন, কোচবিহার এবং মালদা থেকে তিনজন করে রয়েছে প্রথম দশে। উত্তর ২৪ পরগনা হাওড়া মুর্শিদাবাদ এবং নদীয়া থেকে একজন করে রয়েছে প্রথম দশে।

প্রথম হয়েছেন একজন নাম অভিক দাস আলিপুরদুয়ার ৪৯৬ নম্বর পেয়েছে রাজ্য প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ৪৯৫ পেয়েছে। তৃতীয় হয়েছে অভিষেক গুপ্ত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা ৪৯৪ পেয়েছে ।

চতুর্থ নম্বরে আছেন দুজন দুজনেই মহিলার ক্যান্ডিডেট ৪৯৩ করে পেয়েছেন। স্নেহা ঘোষ তিনিও ৪৯৩ পেয়েছেন। পঞ্চম স্থান এখানে ৭ জন রয়েছে। সকলেই ৪৯২ করে পেয়েছেন। এখানে ৮ জন রয়েছে ষষ্ঠ র‍্যাঙ্ক ৪৯২ সকলের পেয়েছে। রুদ্র মন্ডল হুগলি থেকে, শুভদীপ সিনহা বাঁকুড়া থেকে, নিলয় চ্যাটার্জী দক্ষিণ ২৪ পরগনা, এছাড়া কুচবিহারের একজন স্টুডেন্ট হয়েছে মানশ্রী, এছাড়া বীরভূম, হুগলি ,পূর্ব বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আট জন রয়েছে।

সপ্তম স্থান এখানে মোট পাঁচজন রয়েছে সকলের ৪৯০ করে পেয়েছে। এখানে যে সমস্ত জেলা আছে সেগুলোর মধ্যে, হুগলি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর। অষ্টম পজিশনে 6 জন রয়েছে এরা সকলের ৪৮৯ করে পেয়েছে।

নবম পজিশন ১১ জন রয়েছে ৪৮৮ করে সকলেই পেয়েছে। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল, চন্দননগর বঙ্গ বিদ্যালয়, উত্তর দিনাজপুরের, উত্তর ২৪ পরগনা রামকৃষ্ণ মিশন, তেহট্ট হাইস্কুল নদীয়া, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, এছাড়া রয়েছে হুগলি, এবং রয়েছে কলকাতা।

দশম স্থান অধিকারকারী মোট ১৬ জন রয়েছে প্রত্যেকের নাম্বার পেয়েছেন ৪৮৭ করে। নিচে দেখুন WB HS Toppers 2024 List

অনলাইনে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

Top 10 HS Result 2024 West Bengal উচ্চমাধ্যমিক প্রথম দশে কারা কত রেজাল্ট পেলো

রাজ্যে প্রথম স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৬

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

১) অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)। ৯৯.২ শতাংশ রেজাল্ট পেয়েছে। 

রাজ্যে দ্বিতীয় স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৫

১) সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ৯৯% শতাংশ রেজাল্ট পেয়েছে। 

রাজ্যে তৃতীয় স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৪

১) অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা। ৯৮.৮ % শতাংশ রেজাল্ট পেয়েছে। 

রাজ্যে চতুর্থ স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৩

১) প্রতীচী রায় তালুকদার, সুনীতি একাডেমি, কোচবিহার।

২) শ্রেয়া ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর
এরা ৯৮.৬% শতাংশ রেজাল্ট পেয়েছে। 

রাজ্যে পঞ্চম স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯২

১) সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল, কাঁথি।

২) সুস্বাতী কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া।

৩) সুপ্তোত্থিতা সরকার, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির, মালদহ।

৪) সৌনক কর, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।

৫) সানন্দা রায়, নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়, বীরভূম।

৬) অঙ্কিত পাল, বেথুয়াডহরি হাই স্কুল, বাঁকুড়া।

৭) অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।
এরা ৯৮.৪ % শতাংশ করে রেজাল্ট পেয়েছে। 

ষষ্ঠ স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯১

১) রুদ্র দত্ত, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি।

২) নিলয় চট্টোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।

৩) শুভদীপ সিনহা মহাপাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।

৪) মনস্বী চন্দ, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার।

৪) অভ্রকিশোর ভট্টাচার্য, হুগলি কলেজিয়েট স্কুল।

৫) সৌম্যজিৎ নন্দী, রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম।

৬) আফরিন মণ্ডল, মেমারি ভি এস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান।

৭) অনিমেষ লায়েক, ইন্দপুর গোয়েঙ্কা হাই স্কুল, বাঁকুড়া।
এরা ৯৮.২ শতাংশ করে রেজাল্ট পেয়েছে। 

সপ্তম স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯০

১) সৌমিক ধবল, বাঁকুড়া গভর্নমেন্ট জেলা স্কুল।

২) ঋতব্রত দাস, হুগলি কলেজিয়েট স্কুল।

৩) বিদিশা সন্নিগ্রাহী, সিমলি পাল মদন মোহন হাই স্কুল, বাঁকুড়া।

৪) অঙ্কিতা সরকার, রায়গঞ্জ করোনেশান হাই স্কুল, উত্তর দিনাজপুর।

৫) মহম্মদ শাহিদ, আরামবাগ হাই স্কুল, হুগলি।
এরা ৯৮ % শতাংশ করে রেজাল্ট পেয়েছে। 

অষ্টম স্থান, প্রাপ্ত নম্বর ৪৮৯

অষ্টম স্থানে মোট ৬ জন রয়েছে এরা সকলের ৪৮৯ নম্বর করে পেয়েছে। এরা শতকরা ৯৭.৮ % পেয়েছে।

নবম স্থান, প্রাপ্ত নম্বর ৪৮৮

নবম স্থানে ১১ জন রয়েছে ৪৮৮ করে বা ৯৭.৬ %. সকলেই পেয়েছে।

নবম স্থান, প্রাপ্ত নম্বর ৪৮৭

দশম স্থানে মোট ১৬ জন রয়েছে এরা প্রত্যেকেই ৯৭.৪ করে রেজাল্ট পেয়েছেন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment