কম্পিউটার জানা ছেলেমেয়েদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির দারুন সুযোগ।রাজ্য পুলিশে DEO (Data entry operator ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে (Director General Of Police Office) গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। ডিইও পদে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। প্রতিবেদন থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ (Data Entry Operator Group-C Recruitment)
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operators)
মাসিক বেতন : ডিইও পদের জন্য প্রার্থীকে প্রতিমাসে ১৬০০০ বেতন দেওয়া
আবেদনকারীর বয়সসীমা :
০১.১০.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হতে হবে ২১ থেকে ৩০।
মোট শূন্যপদ : ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য মোট ৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
১) রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাশ।
২) কম্পিউটার অ্যাপলিকেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে। সঙ্গে MS Word, MS Excel সহ মাইক্রোসফটের অন্যান্য অ্যাপলিকেশন সম্পকে জ্ঞান থাকতে হবে।
৩) উক্ত পদে পূর্বে কাজের অভিজ্ঞতা।
প্রার্থী বাছাই পদ্ধতি
আবেদন করার পর প্রার্থীদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্টের সফল হলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ কবে হবে তা অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
আবেদন জমা দেওয়ার পদ্ধতি :
সম্পূর্ণ আবেদনটি অফলাইনে করতে হবে। এর জন্য নিম্নে দেয়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে হবে। বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে যদি যোগ্য মনে হয়, তবে বিজ্ঞপ্তির শেষ দুটি পেজ প্রিন্ট করিয়ে নিন। এই পেজ দুটি আবেদন পত্র। সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন এবং সঠিক জায়গায় নিজের ছবি ও সাইন করুন। এর সঙ্গে বয়সের প্রমাণপত্র
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার বা প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে) এর একটি করে জেরক্স আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিন। এরপর দুটি ছবি ও আবেদনপত্র একটি খামে ভরে নিম্নে দেওয়া ঠিকানায় স্পীড পোস্ট করে দিন। ইমেইলের মাধ্যমেও আবেদনপত্র জমা দেয়া যাবে। সেক্ষেত্রে পাসপোর্ট ছবি দুটি কম্পিউটার টেস্টের দিন জমা দিতে পারেন। নিম্নে ইমেইল আইডি বলে দেয়া হলো।
আবেদন পত্র পোস্ট করার ঠিকানা :
The Director General of Police, Telecommunication(HQ), West Bengal, 3, Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata, PIN – 700040.
আবেদনপত্র জমা দেওয়ার ইমেল আইডি: [email protected]
আবেদন জমা করার শেষ তারিখ :
আগামী ৩১শে আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
Official Website : Click Here
Application Form: Download
More Notification: Click Here