WBSSC-র পরীক্ষা ছাড়াই স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ , আবেদন শুরু হল

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গে সরকারের নিয়ন্ত্রণাধীন রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে (Ramakrishna Mission Boy’s’ Home High School) শিক্ষক ও গ্রুপ ডি (অশিক্ষক কর্মী) কর্মী পদে স্থায়ী পদে নিয়োগ (Recruitment of Male Teaching & Non-Teaching Staff) করা হচ্ছে। সহ শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদন থেকে নিয়োগের বিবরণ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী পদে নিয়োগ (Recruitment of Male Teaching & Non-Teaching
Staff)

পদের নাম: সহ শিক্ষক ( Assistant Teachers)
মোট শূন্যপদের সংখ্যা : ২ টি।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা : বিএড সহ বাংলা ভাষায় ৫০% নম্বররের সঙ্গে স্নাতক পাশ করলে এই পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স : সহ শিক্ষক পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৪০। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

এছাড়া, আবেদনকারীকে অবশ্যই পুরুষ ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতনক্রম : রোপা ২০১৯ (ROPA 2019) অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে।

পদের নাম : গ্রুপ ডি-ল্যাব অ্যাটেন্ডেন্ট (Group D-Lab. Attendant)

মোট শূন্যপদের সংখ্যা : ল্যাব অ্যাটেন্ডেন্ট পদটির জন্য ১টি শূন্যপদ রয়েছে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পুরুষ হতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

আবেদনকারীর বয়স : এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন ক্রম : প্রার্থীকে রোপা ২০১৯ নিয়ম অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : সহ শিক্ষক ও গ্রুপ ডি পদে আবেদন করার পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো-
১) প্রথমে আবেদনকারীকে নিম্নে দেওয়া রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। লিংক নিচে দেওয়া হয়েছে।
২) অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পদের জন্য আবেদন করবেন সেই পদের আবেদনপত্র ও এডমিট কার্ড ডাউনলোড ( করে প্রিন্ট করিয়ে নিন।
৩) এরপর আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথির এক কপি জেরক্স সংযুক্ত করে নিম্নে দেওয়া ঠিকানায় জমা দিয়ে আসুন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : সহ শিক্ষক ও গ্রুপ ডি পদের জন্য আবেদনপত্রটি রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

আবেদনপত্র পাওয়া যাবে : অনলাইনে ৬ই আগস্ট থেকে ১৯শে আগস্ট পর্যন্ত আবেদনপত্র পাওয়া যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : আগামী ২২শে আগস্ট ২০২৩ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। ছুটির দিন ও রবিবার বাদে প্রত্যেক দিনই অফিস খোলা থাকবে।

OFFICIAL WEBSITECLICK HERE
NOTIFICATIONCLICK HERE
MORE JOB NOTICECLICK HERE

আরও পড়ুন :

✅পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগ ২০২৩ আবেদন শুরু হলো
কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ ২০২৩ আবেদন করুন।
✅রাজ্যের খাদ্য দপ্তরে মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ আবেদন করুন।
✅মাধ্যমিক পাশে বাড়িতে বসে কাজ করে ১০ হাজার টাকা বেতন , বিস্তারিত।
✅এয়ারপোর্টে মাধ্যমিক পাস কর্মী নিয়োগ আবেদন চলছে দেখুন।
✅air force মাধ্যমিক পাস করলেই সুযোগ আবেদন করুন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment