এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (Airport Authority Of India) চাকরির সুবর্ণ সুযোগ। ভারতের বেসামরিক বিমানচালন মন্ত্রকেরর অধীনস্থ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি (Recruitment Notification) প্রকাশিত হয়েছে। এএআই (AAI)-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এএআই-তে মোট ৩৪২টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীই আবেদন করতে পারবে। নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিবেদন থেকে জেনে নিন।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩ (Airport Authority Of India Recruitment 2023)
কোন কোন পদে নিয়োগ করা হবে?
১) পদের নাম : জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-অফিস (Jr. Assistant-Office)
মোট শূন্যপদ : এই পদের জন্য মোট ৯টি আসন খালি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করা যাবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য ০৪/০৯/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০।
বেতনক্রম : নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪০,০০০ টাকা দেওয়া হবে।
২) পদের নাম : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্ট ( Sr. Assistant-Accounts)
মোট শূন্যপদ : এই পদের জন্য মোট ৯টি আসন খালি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : বি.কম ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করা যাবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা লাগবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য ০৪/০৯/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০।
বেতনক্রম : নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৬,০০০ টাকা দেওয়া হবে।
৩) পদের নাম : জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive)
মোট শূন্যপদ- এই পদের জন্য মোট ২৩৭টি আসন খালি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করা যাবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য ০৪/০৯/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭।
বেতনক্রম : নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন : মাধ্যমিক পাস সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখুন।
✅উচ্চমাধ্যমিক পাস চাকরির খবর পড়ুন এখানে ক্লিক করুন।
৪) পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ-ফাইন্যান্স (Junior Executive-Finance)
মোট শূন্যপদ : এই পদের জন্য মোট ২৩৭টি আসন খালি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : বি.কম ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ এবং I CWA/CA/MBA থাকলে আবেদন করা যাবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য ০৪/০৯/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭।
বেতনক্রম : নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা দেওয়া হবে।
৫) পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive-Fire Services)
মোট শূন্যপদ : এই পদের জন্য মোট ৩টি আসন খালি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : Fire Engg./Mechanical Engg./Automobile Engg. এ ব্যাচেলর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য ০৪/০৯/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭।
বেতনক্রম : নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা দেওয়া হবে।
৬) পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive-Law)
মোট শূন্যপদ : এই পদের জন্য মোট ১৮টি আসন খালি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : ল এ ব্যাচেলর ডিগ্রি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকলে আবেদন করা যাবে।
বয়সসীমা : এই পদে আবেদন করার জন্য ০৪/০৯/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭।
বেতনক্রম : নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা দেওয়া হবে।
কিভাবে প্রার্থীদের বাছাই করা হবে?
উক্ত পদে অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। প্রথমে প্রার্থীদের কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা দিতে হবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। পরীক্ষায় পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার ভিত্তিতেই নিয়োগ করানো হবে। নিয়োগ পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
কোথায় নিয়োগ করা হবে?
নির্বাচিত প্রার্থীদের ভারতের যে কোনো এয়ারপোর্টে নিয়োগ করানো হবে।
আবেদন কিভাবে করতে হবে?
১) সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে করতে পারবেন।
২) অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে নিম্নে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
৩) এরপর ওয়েবসাইটের ‘CAREERS’ অপশনে ক্লিক করতে হবে এবং নতুন পেজ ওপেন হলে সেখানে প্রার্থীর সঠিক তথ্যের বিবরণ দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
৪) আবেদনপত্র সঠিক ভাবে পূরণ হলে, প্রয়োজনীয় নথি, ফটোগ্রাফা ও সিগনেচার আপলোড করতে হবে।
৫) সব শেষে আবেদন মূল্য জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন মূল্য কত?
উক্ত পদগুলিতে আবেদন করার জন্য UR/EWS/OBC প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। SC /ST /PwD/মহিলা প্রার্থীদের আবেদন মূল্য ফি।
গুরুত্বপূর্ণ তারিখ
Commencement of on-line registration of application | 05/08/2023 |
Closure of registration of application | 04/09/2023 |
Closure for editing application details | 04/09/2023 |
Last date for printing your application | 19/09/2023 |
Online Fee Payment | 05/08/2023 to 04/09/2023 |
পরীক্ষার তারিখ : এখনো জানানো হয়নি। খুব শীঘ্রই জানানো হবে। আমাদের ওয়েবসাইট থেকেই এ বিষয়ে আপডেট দেওয়া হবে।
Official Website and Notification: Click Here
Registration Online: Click Here
More Notification: Click Here