পাবেন বছরে 18 হাজার টাকা স্কলারশিপ, এই ভাবে আবেদন করলেই পাবেন টাকা, দারুন সুযোগ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ছাত্র-ছাত্রীদের জন্য দারুন স্কলারশিপের খবর নতুন এই স্কলারশিপ এ বছরে 18 হাজার টাকা পাবে ছাত্র-ছাত্রীরা। এইভাবে আবেদন করলেই পাবেন টাকা দারুন সুযোগ বিস্তারিত জেনে নিন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের আবেদন শুরু হয়েছে তাই বিস্তারিত সবকিছু নিজে দেখে আবেদন করুন। প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেকোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন সবকিছু ভালোভাবে জেনে নিন।

HDFC Bank Parivartan’s ECSS Programme 2023-24

HDFC Bank Parivartan এটি একটি বেসরকারি স্কলারশিপ এটি প্রদান করে তাকে এইচডিএফসি ব্যাংক এর তরফ থেকে। গরিব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ পাওয়ার সুযোগ-সুবিধা সব থেকে বেশি থাকে। তবে ন্যূনতম ৫৫% নম্বর থাকলে যে কেউ আবেদন করতে পারে এই স্কলারশিপ পাওয়ার জন্য।

আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের জন্য দশটি গুরুত্বপূর্ণ স্কলারশি

কত টাকা আর্থিক সাহায্য বা স্কলারশিপ পাওয়া যায়

প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ১৫ হাজার টাকা এবং সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৮ হাজার টাকা বছরে স্কলারশিপ পাওয়া যায়।

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে হলে ছাত্রছাত্রীদের ন্যূনতম ৫৫ শতাংশ পেয়ে থাকতে হবে। এবং বর্তমান পার্টরত অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে হবে। পারিবারিক আই বছরে কমপক্ষে আড়াই লাখ টাকার কাছাকাছি থাকতে হবে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. পাসপোর্ট সাইজ ফটো।
  2. এর আগের শ্রেণীর অর্থাৎ যেই শ্রেণী পাস করে এসেছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষে তার মার্কসিট।
  3. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটের কার্ড।
  4. আবেদনকারীর ব্যাংকের পাসবুক।
  5. ইনকাম প্রুফ হিসেবে গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া সার্টিফিকেট।
  6. যদি গরীব ফ্যামিলি হয়ে থাকে তাহলে তার প্রয়োজনীয় সার্টিফিকেট।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

  • প্রথম এইচডিএফসি ব্যাংকের https://www.hdfcbankecss.com/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এবার এই লিংক থেকে রেজিস্ট্রেশন করুন https://www.buddy4study.com/application/HDFC44/instruction
  • এবার রিডারেট করবে HDFC Bank Parivartan’s ECS Scholarship’ application form এই পেজে।
  • এবার Start Application বোতমের উপরে ক্লিক করুন।
  • আমার সবকিছু তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরণ কর।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি স্ক্যান করে সাবমিট করুন।
  • সবশেষে প্রিভিউ চেক করে ফাইনাল সাবমিট করে দিন।

মনে রাখবেন HDFC Bank Parivartan’s ECS Scholarship’ 2023 এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। তাই নির্দিষ্ট তারিখের আগে আবেদন করুন।

NOTE: আপনাদের সকলের কাছে একটি অনুরোধ যারা এই আর্টিকেলটি থেকে একটু হেল্প পেয়েছেন বলে মনে করেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক যে কোন জায়গাতে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে।

অফিশিয়াল ওয়েবসাইট

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment