প্রাথমিকে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা প্রকাশিত করার নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় হুলুস্থুল শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। রাজ্য প্রাথমিকে যাদের বিরুধ্যে টাকার বিনিময়ে অবৈধ উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে তাদের সম্পূর্ণ তালিকা দ্রুত আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলো বিচারপতি অমৃতা সিনহা। এর জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই কে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৯ অগস্ট ২০২৩ এর মধ্যে তালিকা জমা দিতে হবে আদালতে।
আরও পড়ুনঃ work from home job বাড়িতে বসে কাজ করে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করুন
পশ্চিমবঙ্গ প্রাথমিকে ৪২,৯৪৯ জন চাকরি পাওয়া শিক্ষকদের মধ্যে একাংশের বিরুধ্যে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এই মামলাকে কেন্দ্র করেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এজলাস বদল হয়ে বিচারপতি অমৃতা সিনহার দায়িত্বে যায় কিন্তু তাতেও একই রাই বহাল রাখেন অমৃতা সিনহা ম্যাম। এরপর ডিভিশন বেঞ্চের নির্দেশে এরা আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তার আগেই অবৈধ্য ভাবে চাকরি প্রাপকদের তালিকা প্রকাশের নির্দেশটি নতুন করে চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে অনেকের কাছে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন চাকরির দরখাস্ত চলছে।