বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই করতে হবে সকলকে। কারণ ব্যাংক একাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকলে অনেক গুরুত্বপূর্ণ ওটিপি এবং এসএমএস গুলি আপনি দেখতে পাবেন না। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিংক থাকলে অনেক ব্যাংকিং সুবিধায় গুলি খুব সহজে ই পাওয়া যায়। কিন্তু অনেকেই চান ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে। তবে সঠিক নিয়ম না জানলে আপনি নিজে নিজে এই কাজটি করতে পারবেন না। আজ আপনি এই আর্টিকেল থেকে সবকিছু জানতে পারবেন কিভাবে খুব সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন নিজে নিজেই।
আরও পড়ুনঃ কলকাতা বিড়লা অফিসে কর্মী নিয়োগ চলছে আবেদন করুন।
যদি আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ব্যাংক একাউন্ট রয়েছে, তবে আপনি তিনটি ধাপে ব্যাংক একাউন্টের সাথে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন। তো নিচে দেওয়ার ধাপ গুলি স্পষ্টভাবে পড়ুন এবং পদ্ধতিগুলি অবলম্বন করুন।
যে তিন পদ্ধতিতে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন সেগুলি হল (১)ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এবং (২) sbi এর যে কোন শাখা থেকে এবং (৩) এসবিআই এটিএম থেকে।
এটিএম থেকে কিভাবে sbi ব্যাংকের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন
- প্রথমে আপনি sbi ব্যাংকের যেকোনো এটিএম এ যান।
- এবার এটিএম মেশিনে আপনার কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করুন।
- এবার আপনার এটিএম এর যে পিন রয়েছে সেটি লিখুন।
- এবার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন অপসনে ক্লিক করুন।
- এবার চেঞ্জ মোবাইল নাম্বার অপশন এ ক্লিক করুন।
- এবার আপনাকে পুরনো মোবাইল নম্বরটি লিখতে হবে এবং তারপরে কনফার্ম করতে হবে।
- তারপর নতুন মোবাইল নাম্বার লিখতে বলবে সেটা লিখুন এবং কনফার্ম করুন।
- এবার আপনার নতুন এবং পুরনো দুটি মোবাইলেই ওটিপি আসবে।
- এবার আপনার নতুন মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি চার ঘণ্টার মধ্যে এসএমএস পাঠাতে বলবে।
- সেখানে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে এসএমএস পাঠিয়ে দিলেই কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাস যোগ্যতাই রেলের ক্যাটারিং বিভাগে চাকরি, আবেদন করুন।
ব্যাংকের শাখা থেকে মোবাইল নাম্বার আপডেট করবেন কিভাবে
- যে ব্যাংকে আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান সেই ব্যাংকের শাখাতে গিয়ে আপনি তাদেরকে বলুন মোবাইল নাম্বার পরিবর্তন করার ব্যাপারটি।
- তারা আপনাকে একটি দরখাস্ত লিখতে বলবে দরখাস্ত লিখে জমা দিন।
- এবার তোরা আপনার ডকুমেন্টসহ দরখাস্তটি জমা নিয়ে নেবে এবং নির্দিষ্ট সময়ে আপনার মোবাইল নাম্বার একাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে।
অনলাইনে কিভাবে এসবিআই ব্যাংকের একাউন্টে মোবাইল নাম্বার আপডেট করবেন
- প্রথমে এসবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। onlinesbi
- আপনার অনলাইন প্রোফাইল লগইন করুন।
- এবার প্রোফাইল অফ সেন এ ক্লিক করুন।
- এবার পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করুন।
- এবার আপনার প্রোফাইল এর যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি লিখে প্রোফাইলটি ওপেন করুন।
- এবার আপনি দেখতে পাবেন আপনার নাম সহ গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য গুলি।
- এবার আপনি সেখান থেকে Change mobile number domestic only ক্লিক করুন।
- এবার আপনি নতুন মোবাইল নাম্বারটি লিখুন।
- সেই মোবাইল নম্বরটি আবার লিখুন এবং কনফার্ম করুন।
- এবার আপনি সাবমিট করে দিন সবকিছু চেক করে।
- সবশেষে আপনি ভেরিফাই এবং কনফার্ম করে মোবাইল নম্বরটি দেখতে পাবেন তারপরে OK option ক্লিক করুন।
আরও পড়ুনঃ বর্তমানে রাজ্যে কোন কোন চাকরির দরখাস্ত চলছে বিস্তারিত দেখুন।
এভাবে আপনার এস বি আই ব্যাংকের একাউন্ট এটাতে লিংক করা মোবাইল নাম্বারটি যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন। নতুন নতুন আপডেট এইভাবে পাওয়ার জন্য এই ওয়েবসাইটে প্রতিদিন মিলিট করুন। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল whatsapp গ্রুপে জয়েন করুন।
More job news: Click Here