বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ হেড কনস্টেবল নিয়োগ ২০২৩ এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করল। এখানে বিএসএফের বিভিন্ন দপ্তর গুলিতে হেড কনস্টেবল নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের চাকরি করতে ইচ্ছুক তারা আজকের এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন তারপরে অনলাইনে আবেদন করুন।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে ই আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে শারীরিক উচ্চতা, বয়স শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, থেকে শুরু করে যে সমস্ত যোগ্যতা গুলি চাওয়া হয়েছে সমস্ত যোগ্যতা গুলি যদি আপনার থেকে থাকে তবেই আবেদন করবেন তাই কি কি যোগ্যতা হিসেবে যা হয়েছে সব কিছু নিচে ভালোভাবে পড়ে নিন তারপর আবেদন করুন।
পদের নাম: বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ হেড কনস্টেবল।
মোট ভেকেন্সি: ২৪৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদনযোগ্য। বা মাধ্যমিক পাস এর সাথে আইটিআই পাস হলেও যোগ্য।
বেতন: ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা প্রতি মাসে।
Read More: SSC GD 2023 Notification/Vacancy/Exam Pattern/full details in Bengali
আবেদনের বয়স: ১২ই মে ২০২৩ এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন cast অনুযায়ী বয়সে যথারীতি ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি: নিয়োগ হবে লিখিত পরীক্ষা শারীরিক মাপ যোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা সব শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হয়েছে।
আবেদন শুরু এবং শেষ তারিখ: বিএসএফ এ হেড কনস্টেবল নিয়োগ ২০২৩ আবেদন শুরু হবে ২২ এপ্রিল থেকে এবং চলবে ১২ই মে 2023 পর্যন্ত।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাস ডাটা এন্ট্রি কর্মী নিয়োগ চলছে আবেদন করুন।
কিভাবে আবেদন করবেন: আবেদন করার জন্য প্রথমে
- Visit bsf.gov.in official website
- View recruitment new notification and read the official details of the bsf head constable recruitment 2023
- Click to apply online link
- Update the all details of application form of bsf head constable recruitment 2023
- Submit your application when all details card apply in application form.
🌐অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন