রাজ্যে সিভিক পুলিশ নিয়োগ ২০২৩, জেনেনিন কি রয়েছে বিজ্ঞপ্তিতে

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

রাজ্যে সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ ২০২৩ বড়ো আপডেট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে সিভিক পুলিশ নিয়োগ নিয়ে আজকে নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে তাড়াতাড়ি জেনেনিন।

রাজ্যের সিভিক পুলিশ হতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস হলে এবং শারীরিক ও মানসিক সুস্থ হলেই আবেদন করতে পারবেন। তবে এবার সেই নিয়মে কিছু পরিবর্তন আস্তে চলেছে।

আরও পড়ুন: মাধ্যমিক যোগ্যতায় রাজ্য সরকারের চাকরি।

মুখ্যমন্ত্রী মমতা নবান্নের এক বৈঠকে বলেছেন এবার সিভিক পুলিশ থেকে কনস্টেবল পদে পদোন্নতি হবে রাজ্যের সিভিক পুলিশদের। তবে সবাই এই সুযোগ পাবেন না। যারা বলো কাজ করবেন এবং ভালো নাম রয়েছে তারাকে কিভাবে কনস্টবল পদে পদোন্নতি করা যাই সেটি নিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন।

যদি সিভিক পুলিশদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয় তাহলে সেই ফাঁকা শূন্যপদে এবার নতুন করে সিভিক পুলিশ নিয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক পাস কনস্টেবল নিয়োগ আবেদন করুন এখুনি।

তবে কখন ও কিভাবে নতুন সিভিক পুলিশ নিয়োগ হবে সেগুলো জানতে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট করুন। সব চাকরির আপডেট পাবেন টাইম টু টাইম।

👉Read More Job News: Click Here

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment