ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি আপনি ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরির জন্য অপেক্ষা করছেন এবং একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির খোঁজাখুঁজি করছেন তাহলে ক্যান্টনমেন্ট বোর্ডের চাকরির জন্য আপনার সামনে সুবর্ণ সুযোগটি হাজির হয়েছে।
পশ্চিমবঙ্গ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে তাই পশ্চিমবঙ্গ সহ যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলেমেয়ে উভয়ে এই চাকরি গুলোর জন্য যোগ্য। তবে আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বয়স, কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, সমস্ত তথ্য এক নজরে জেনেনিন।
Cantonment Board recruitment 2023
Cantonment Board recruitment 2023 and you can read the official notification for the recruitment of Cantonment Board in India. If you want to get a job in Cantonment Board in India then you are in the right place. If you thinking that who can apply for the Cantonment Board recruitment 2023 then don’t worry males and females both can apply from the Cantonment Board recruitment portal.
West Bengal Barrackpore Cantonment Board recruitment various post like – sub assistant engineer, pump operator, meter reader and labour.
পশ্চিমবঙ্গ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড থেকে যে সমস্ত পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পাম্প অপারেটর, মিটার রিডার এবং লেবার পদের জন্য।
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
এই পদে মোট শূন্যপদ – ১টি।
আবেদনের বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এই ভয়েসটি গুনতে হবে ৩১ শে জানুয়ারি ২০২৩ এর হিসেবে। তাছাড়া বিভিন্ন অনগ্রসর শ্রেণী যেমন এস সি এস টি এবং ওবিসি এরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পাবেন।
বেতনক্রম: ৯০০০ থেকে ৪০৫০০ পর্যন্ত সাথে গ্রেড পেয়ে ৪৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সার্টিফিকেট পাশ করে থাকতে হবে।
তাছাড়া অটোক্যাড 2d এবং 3d তে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফি: ১০০০ টাকা।
পদের নাম: পাম্প অপারেটর।
এই পদে মোট শূন্যপদ – ১টি।
আবেদনের বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এই ভয়েসটি গুনতে হবে ৩১ শে জানুয়ারি ২০২৩ এর হিসেবে। তাছাড়া বিভিন্ন অনগ্রসর শ্রেণী যেমন এস সি এস টি এবং ওবিসি এরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পাবেন।
বেতনক্রম: ৫৪০০ থেকে ২৫২০০ পর্যন্ত সাথে গ্রেড পেয়ে ২৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এর সাথে ইলেকট্রিক্যাল সার্টিফিকেট অথবা আইটিআই সার্টিফিকেট থাকলে আয়োজন করতে পারবেন।
শারীরিকভাবে সুস্থ এবং পাম্প অপারেট পদে কাজ করার দক্ষতা থাকতে হবে।
আবেদন ফি: লাগবে না।
পদের নাম: মিটার রিডার।
এই পদে মোট শূন্যপদ – ১টি।
আবেদনের বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এই ভয়েসটি গুনতে হবে ৩১ শে জানুয়ারি ২০২৩ এর হিসেবে। তাছাড়া বিভিন্ন অনগ্রসর শ্রেণী যেমন এস সি এস টি এবং ওবিসি এরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পাবেন।
বেতনক্রম: ৫৪০০ থেকে ২৫২০০ পর্যন্ত সাথে গ্রেড পেয়ে ২৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন যোগ্যতা থাকলেও যোগ্য।
কম্পিউটারের সাধারণ জ্ঞান এবং ইন্টারনেট চালানোর দক্ষতা থাকতে হবে।
আবেদন ফি: ১০০০ টাকা।
পদের নাম: লেবার।
এই পদে মোট শূন্যপদ – ১টি।
আবেদনের বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। এই ভয়েসটি গুনতে হবে ৩১ শে জানুয়ারি ২০২৩ এর হিসেবে। তাছাড়া বিভিন্ন অনগ্রসর শ্রেণী যেমন এস সি এস টি এবং ওবিসি এরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পাবেন।
বেতনক্রম: ৪৯০০ থেকে ১৬২০০ পর্যন্ত সাথে গ্রেড পেয়ে ১৭০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হলে লেবার পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন ফি: লাগবে না।
How to apply for Cantonment Board job
How to apply for Cantonment Board job online ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড চাকরির জন্য কিভাবে আবেদন করবেন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট cbbarrackpore. org/ recruitment এর মাধ্যমে।
আবেদনের শেষ সময় 31 শে জানুয়ারি 2023 পর্যন্ত।
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ: ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড চাকরির অনলাইন আবেদনের সময় যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি প্রয়োজন সেগুলি হল-
(১) ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে যেকোনো একটি যেমন পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড।
(২) জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট অথবা সমতুল্য কোন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট।
(৩) মার্কশীট এবং সার্টিফিকেট প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার।
(৪) এসসিএসটি ওবিসি সার্টিফিকেট এর জেরক্স কপি এবং যদি কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন তার সার্টিফিকেটে জেরক্স কপি।
(৫) যদি কেউ চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে।
ক্যান্টনমেন্ট বোর্ড প্রার্থী বাছাই পদ্ধতি:
ক্যান্টনমেন্ট বোর্ড প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থিবছরের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপর যে সমস্ত প্রার্থীদের নাম শর্টলিস্টেড করা হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এবং তারপরে হবে ইস্কিল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এবং সব শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
✅গুরুত্বপূর্ণ লিংক
✅অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅অফিশিয়াল নোটিফিকেশন | Click Here |
✅এপ্লিকেশন অনলাইন | Click Here |
✅মোর জব নোটিফিকেশন | Click Here |
✅Join our টেলিগ্রাম গ্রুপ | Click Here |
What is cantonment Board / ক্যান্টনমেন্ট কী
ক্যান্টনমেন্ট বোর্ড হল ভারতের একটি নাগরিক প্রশাসনিক সংস্থা যা প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। ক্যান্টনমেন্টস অ্যাক্ট, 2006 অনুযায়ী পদাধিকারবলে এবং মনোনীত সদস্য ছাড়াও বোর্ড নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত। বোর্ডের একজন সদস্যের কার্যকাল পাঁচ বছর। একটি ক্যান্টনমেন্ট বোর্ড আটজন নির্বাচিত সদস্য, তিনজন মনোনীত সামরিক সদস্য, তিনজন পদাধিকারবলে সদস্য (স্টেশন কমান্ডার, গ্যারিসন ইঞ্জিনিয়ার এবং সিনিয়র এক্সিকিউটিভ মেডিকেল অফিসার) এবং একজন জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি নিয়ে গঠিত।
The Cantonment Board is a civil administrative body in India under the control of the Ministry of Defence. The Board consists of elected members in addition to ex-officio and nominated members as per the Cantonments Act, 2006. The term of office of a member of the Board is five years. A Cantonment Board consists of eight elected members, three nominated military members, three ex-officio members (Station Commander, Garrison Engineer and Senior Executive Medical Officer) and a representative of the District Magistrate.
ক্যান্টনমেন্ট বোর্ড হল ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন একটি নাগরিক প্রশাসনিক সংস্থা। ক্যান্টনমেন্ট আইন ২০০৬ এর হিসাবে পদাধিকার বলে কিছু সদস্য কিছু সদস্য মনোনীত এবং কিছু সদস্য নির্বাচিত হয়ে থাকে এই ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসে। ক্যান্টনমেন্ট বোর্ডের সদস্যদের মেয়াদকাল বা কার্যকাল থাকে পাঁচ বছর পর্যন্ত।
একটি ক্যান্টনমেন্ট বোর্ডে আট জন নির্বাচিত সদস্য, তিনজন মনোনীত সামরিক সদস্য এবং তিনজন পদাধিকার বলে সদস্য থাকেন আর একজন থাকেন ম্যাজিস্ট্রেট এই সমস্ত প্রতিনিধি নিয়ে গঠিত হয় এই ক্যান্টনমেন্ট বোর্ড।
what does the contonment board do?
আপনি হয়তো ভাবছেন যে ক্যান্টনমেন্ট বোর্ড কোন কাজগুলি করে তাহলে আজকে জেনে নিন যে ক্যান্টনমেন্ট বোর্ড গুলি বাধ্যতামূলক ভাবে তাদের কাজগুলি সম্পন্ন করে। যেমন:- জনস্বাস্থ্য, জল সরবরাহ, সেনিটেশন থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা এবং রাস্তার আলো ইত্যাদি কাজগুলি তারা দেখাশোনা করে থাকে। যেহেতু এই ক্যান্টনমেন্ট বোর্ড গুলি ভারত সরকারের মালিকাধীন এ থাকে সেতু এরা নিজে কোন রকম কর ধার্য করতে পারে না সম্পূর্ণভাবে ভারত সরকার তাদের সহায়তা প্রদান করে থাকে।
why are cantonment boards created?
একটি ক্যান্টনমেন্ট বোর্ড গঠন করার উদ্দেশ্য হলো এই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে যতগুলি মানুষ বসবাস করবে সে সমস্ত মানুষগুলির উপরে যে পৌর প্রশাসন চলে সেই পৌর প্রশাসনের উপর নজরদারি করার জন্য। নগর এবং নগর উন্নয়নের সমস্ত কাজগুলি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় কিন্তু এই ক্যান্টনমেন্ট বোর্ড ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত হয়।
what is cantonment area?
ক্যান্টনমেন্ট বোর্ড হলে ভারতের এক ধরনের স্থায়ী সামরিক স্টেশন। এটি এমন একটি এলাকা যেখানে সশস্ত্র বাহিনী গুলিকে নিরাপদে রাখতে পারে সরকার এবং তাদের জন্য কোয়ার্টারের ব্যবস্থা করা হয়।
how many contonment board in india
এখনো পর্যন্ত ভারতে মোট ৬২ টি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে এবং এগুলি দায়িত্বে থাকে ডাইরেক্টরের জেনারেল ডিফেন্স স্টেটস। ভারতের ডিফেন্স মন্ত্রণালয়ের অধীনে এই ক্যান্টনমেন্ট গুলি কাজ করে।
cantonment board category
ভারতের ক্যান্টনমেন্ট বোর্ডগুলিকে সাধারণত চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়ে থাকে।
(১) প্রথম ক্যাটেগরিতে যেখানে পঞ্চাশ হাজার বেশি জনসংখ্যা থাকে সেই জায়গাকে।
(২) দ্বিতীয় ক্যাটেগরিতে থাকে যেখানে 10000 এর বেশি জনসংখ্যা থাকে কিন্তু পঞ্চাশ হাজারের কম থাকে।
(৩) তৃতীয় ক্যাটেগরিতে রাখা হয় যেখানে ২০০০ এর বেশি জনসংখ্যা থাকে কিন্তু 10000 থেকে কম থাকে।
(৪) এবং চতুর্থ ক্যাটেগরিতে রাখা হয় যেখানে 2500 এর মধ্যে জনসংখ্যা থাকে।
cantonment board in india list
যদি আপনি জানতে চান যে ক্যান্টনমেন্ট বোর্ড ভারতে কতগুলি রয়েছে তার তালিকা পেতে চান তাহলে আপনি জেনে নিন যে ভারতে যতগুলি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে সমস্ত তালিকা গুলি নিম্নে দেওয়া হয়েছে। (If you want to know the list of Cantonment Boards in India then you can know that the list of Cantonment Boards in India is given below.)
হিমাচল প্রদেশে রয়েছে Himachal Pradesh : ৭ টি ক্যান্টনমেন্ট বোর্ড 7 Cantonment Boards
(1) bakloh Cantonment Board near Chamba
(2) DagShai Cantonment Board near Solan.
(3) Dalhousie Cantonment Board
(4) jutogh Cantonment Board near Shimla
(5) sabathu Cantonment Board
(6) yol Cantonment Board near Dharmasthala.
(7) Kasauli Cantonment Board.
In Jammu and Kashmir there are two Cantonment Board
(1) Badami Bagh Cantonment Board India Srinagar.
(2) Jammu Cantonment Board.
Northwest India Delhi there in one Cantonment Board :- Delhi Cantonment Board.
Haryana: Ambala Cantonment Board.
In Punjab there are three Cantonment Board
(1) Amritsar Cantonment Board.
(2) Firozpur (3) Jalandhar Cantonment Board.
Rajasthan there are three Cantonment Board :- (1) Ajmer (2) Nasirabad and (3) Jaipur.
Uttarakhand there are 9 Cantonment Board :- (1) Almora (2) chaktara (3)Clement Town (4) Dehradun (5) Landour (6) Nainital (7) Lansdowne (8) Ranikhet (9)Roorkee.
Madhya Pradesh there are 5 Cantonment Board :- (1) Jabalpur Cantonment Board (2) Mhow Cantonment Board (3) Morar Cantonment Board (4) Pachmarhi Cantonment Board (5) Sagar Cantonment Board.
Uttar Pradesh 13 Cantonment Board :-
(1) Agra Cantonment Board (2) Allahabad Cantonment Board (3) Ayodhya Cantonment Board (4) Babina Cantonment Board (5) Bareilly Cantonment Board (6) Jhansi Cantonment Board (7) Kanpur Cantonment Board (8) Lucknow Cantonment Board (9) Fatehgarh Cantonment Board (10) Mathura Cantonment Board (11) meerut Cantonment Board (12) Shahjahanpur Cantonment Board (13) Varanasi Cantonment Board.
Gujarat: Ahmedabad Cantonment Board.
Maharashtra there are seven Cantonment Board :- (1) Ahmednagar Cantonment Board (2) Aurangabad Cantonment Board (3) Dehu Road Cantonment Board (4) Devlali Cantonment Board (5) kapmtee Cantonment Board (6) Khadki Cantonment Board (7) camp Cantonment Board.
Bihar:– Danapur Cantonment Board.
Jharkhand: Ramgarh Cantonment Board.
Meghalaya: Shillong Cantonment Board.
West Bengal there are four Cantonment Board.
(1) Barrackpore Cantonment Board (2)Dum Dum Cantonment Board (3) jalapahar Cantonment Board (4) lebong Cantonment Board.
Karnatak: Belgaum Cantonment Board. Kerala: Kannur Cantonment Board.
Tamilnadu there are Cantonment Board: (1) St. Thomas mount-cum-pallavaram cantonment board.
(2) Wellington cantonment board.
Telangana: Secunderabad Cantonment Board. total 62 Cantonment Board in India.
cantonment board head office
In India Cantonment Board head office is located in Delhi. Mainly known Cantonment Board head name is dgde. So the Deputy Director General directorate General defence States and other Delhi Cantonment.