ছাত্র-ছাত্রীরা পাবে প্রতি মাসে ১০০০ টাকা | জাতীয় মেধাবৃত্তি প্রকল্প ২০২২

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ছাত্র-ছাত্রীরা পাবে প্রতি মাসে ১০০০ টাকা জাতীয় মেধাবৃত্তি প্রকল্প। রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর এবার প্রতি মাসে ১০০০ টাকা করে পাওয়ার সুযোগ ছাত্র-ছাত্রীদের সামনে। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত জাতীয় সংহতি তথা মেধাবৃত্তি প্রকল্প ২০২২ এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার বা সরকারি অনুদানপ্রাপ্ত অনাবাসিক বিদ্যালয়ে বর্তমান অষ্টম শ্রেণীতে পাটরত ছাত্র-ছাত্রীদের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।

ছাত্র-ছাত্রীরা পাবে প্রতি মাসে ১০০০ টাকা | জাতীয় মেধাবৃত্তি প্রকল্প ২০২২
ছাত্র-ছাত্রীরা পাবে প্রতি মাসে ১০০০ টাকা | জাতীয় মেধাবৃত্তি প্রকল্প ২০২২

অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি মাসে ১ হাজার টাকা করে পাওয়ার বৃদ্ধি পরীক্ষার খুঁটিনাটি তথ্য গুলি জেনে নিন। জাতীয় মেধা বৃত্তি প্রকল্প ২০২২ কিভাবে আবেদন করবেন, পরীক্ষার তারিখ বা পরীক্ষা কবে হবে, আবেদনের সময়সীমা, কোথায় যোগাযোগ করবেন সম্পূর্ণ তথ্য নিম্নে উল্লেখিত রয়েছে।

কারা আবেদনের যোগ্য :

যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত অনাবাসিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পাটরত রয়েছে। সে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই মেধাবৃত্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

বৃত্তির পরিমাণ :

প্রতি মাসে ১০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

পরীক্ষার জন্য যোগ্যতা :

ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষার জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।

Read More : অষ্টম শ্রেণী পাস চাকরির খবর পড়ুন এবং আবেদন করুন।

শর্ত – (১) সপ্তম শ্রেণীতে ন্যূনতম ৫৫% (শতাংশ) নম্বর থাকতে হবে। তবে তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা শারীরিকভাবে অক্ষম ছাত্রছাত্রীদের জন্য ৫% নম্বরে ছাড় রয়েছে।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

(২) ছাত্র-ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয়ের উর্ধ্বসীমা ৩,৫০,০০০ /- টাকা হতে হবে।

পরীক্ষার তারিখ :

প্রতিমাসে ১০০০ টাকা করে স্কলার্শিপ বা অনুদান পাওয়ার সরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮/১২ /২০২২ তারিখে।

আবেদন পদ্ধতি :

আবেদন করতে হবে অনলাইনে www.scholarships.wbsed.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
আবেদনের সময়সীমা : আবেদন শুরু হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন ২০/০৯/২০২২ পর্যন্ত।

কোথায় যোগাযোগ করতে পারবেন :

অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি মাসে ১ হাজার টাকা করে scholarship পাওয়ার সরকারি বৃত্তি পরীক্ষার জন্য পরীক্ষা সংক্রান্ত কোন তথ্য জানার থাকলে যোগাযোগ করতে পারবেন আপনার জেলার স্কুল এস আই (SI) অফিসে অথবা অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে। অথবা www.banglarshiksha.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তথ্য জানতে পারবেন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment