itbp constable recruitment 2022 আইটিবিপি কনস্টেবল নিয়োগ অনলাইন আবেদন বয়স বেতন যোগ্যতা বিস্তারিত সহ আইটিবিপি কনস্টেবল পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আইটিবিপি কনস্টেবল পদে।
মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই জারি করা হয়েছে। কনস্টেবল গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ হবে।
পদের নাম :- আইটিবিপি কনস্টেবল
(১) কনস্টেবল কার্পেন্টার
(২) কনস্টেবল মেসন
(৩) কনস্টেবল প্লাম্বার
আরও পড়ুন :
পশ্চিমবঙ্গ সরকারের চাকরির বিজ্ঞপ্তি | এখানে ক্লিক করুন |
কেন্দ্রীয় সরকারের চাকরির নতুন বিজ্ঞপ্তি | এখানে ক্লিক করুন |
কোন পরীক্ষার রেজাল্ট কখন দেবে দেখুন | এখানে ক্লিক করুন |
প্রাইভেট কোম্পানিতে চাকরির নতুন দরখাস্ত | এখানে ক্লিক করুন |
মোট ভ্যাকান্সি :- আইটিবিসি কনস্টেবল নিয়োগ ২০২২ সব পদ মিলিয়ে এখানে মোট শুন্য পদ ১০৮ টি। কার্পেন্টার ৫৮ মেসন ৩১ নাম্বার ২১।
বেতন ক্রম :- ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন । সাথে এক বছরের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে।
বয়স :- আইটিবিপি কনস্টেবল পদে চাকরি ২০২২ আবেদন করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে বয়সের ক্ষেত্রে।
Click Here for ITBP Head Constable Online application 2022
আবেদন পদ্ধতি :- আইটিবিপি কনস্টেবল নিয়োগ আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in থেকে।
আবেদনের শেষ সময় :- আইটিবিপি কনস্টেবল অনলাইন আবেদন ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ।
official website | Click Here |
Online Application | Click Here |
1 thought on “itbp constable recruitment 2022,আইটিবিপি কনস্টেবল নিয়োগ । অনলাইন আবেদন । বয়স । বেতন । যোগ্যতা”