India post recruitment :- ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখে নিন এক নজরে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি থেকে সমস্ত কিছু।
নতুন শূন্যপদ: ৭৫৩৮৪ শূন্যপদে পোস্ট অফিসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ শাখায় কর্মী নিয়োগ চলছে মেল মোটর সার্ভিসের এ বিভাগে টেকনিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। যারা আবেদন করবেন অবশ্যই তারা বিস্তারিত করুন।
ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ
পদের নাম :- টেকনিক্যাল সুপারভাইজার।
মোট শূন্যপদ :- বিজ্ঞপ্তিতে এখনই দেখুন।
শিক্ষাগত যোগ্যতা :- ভারতীয় পোস্ট অফিসে টেকনিক্যাল সুপারভাইজার পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী কোর্স পাস।
আরো পড়ুন :- মাধ্যমিক পাশে পুলিশের নতুন বিজ্ঞপ্তি বিস্তারিত পড়ুন।
এ মাসে কোন কোন চাকরি দরখাস্ত চলছে আবেদন করুন।
আবেদনের বয়স :- ১ জুলাই ২০২২ হিসাবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতনক্রম :- ভারতীয় ডাক বিভাগে টেকনিক্যাল সুপারভাইজার পদের বেতন ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত প্রতি মাসে।
আবেদন পদ্ধতি :- ডাক বিভাগে চাকুরীর আবেদন সাধারণত অফলাইনেই হয়। নির্দিষ্ট ফর্ম নিয়ে নির্দিষ্ট তারিখের ভেতরে সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের ঠিকানা :- The Senior Manager, Mail Motor Service,139, beleghata Road, Kolkata 700015 এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ :- আবেদন শুরু হয়ে গেছে আবেদন করতে পারবেন ২১/০৯/২০২২ তারিখ পর্যন্ত।
OFFICIAL WEBSITE :- CLICK HERE
APPLICATION FORM :- DOWNLOAD
JOB NOTIFICATIONS :- CLICK HERE
1 thought on “ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ, বয়স | বেতন | আবেদন পদ্ধতি | যোগ্যতা বিস্তারিত”