Kolkata high court jobs 2021 , Kolkata high court new vacancy 2021

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

Kolkata high court jobs 2021 পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট এর জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ছেলেমেয়ে সকলেই পদগুলি জন্য আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার আগে প্রথম থেকে শুরু করে সমস্ত তথ্য দেখে নিন তারপরে অনলাইন থেকে আবেদন করবেন । এখানে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কতগুলো শূন্য পদ রয়েছে বয়স কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে আবেদনের শুরু এবং শেষ ডেট । সমস্ত তথ্য একনজরে জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেল পড়তে থাকুন।

Table of Contents

Kolkata high court jobs 2021 এখানে যে সমস্ত শূন্যপদে আপনি ফরম ফিলাপ করতে পারবেন সেগুলি হল – data entry operatorsystem ,analystsenior programmer, system manager সমস্ত পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

Kolkata high court jobs 2021 details

data entry operator – Kolkata high court jobs 2021 এই পদে মোট শূন্যপদ 153 টি। আবেদনের জন্য বয়স 18 থেকে 40 বছর। বেতন 22700-58000 পর্যন্ত। মাধ্যমিক পাস সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। আবেদন ফি west Bengal sc and st 400 + ব্যাংকিং চার্জ। এবং বাকি সমস্ত প্রার্থীদের জন্য আবেদন ফি 800 টাকা + ব্যাংকিং চার্জ । আবর্তন পদ্ধতি অনলাইনে কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

Kolkata high court jobs 2021 system analyst – কলকাতা হাইকোর্টে চাকুরী 2021 এই পদের উপরে মোট শূন্যপদ তিনটি। বয়স 31 থেকে 40 বছর। বেতন 56100 – 144300 পর্যন্ত। আবেদন ফি পশ্চিমবঙ্গের সংরক্ষিত জাতী sc and st জন্য 600 টাকা। বাকিদের জন্য 1200 টাকা। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রী ইঞ্জিনিয়ারিং এর উপরে অথর টেকনোলজির উপরে সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

senior programmer – কলকাতা হাইকোর্টে চাকুরী 2021 এই পদের জন্য মোট শূন্যপদ একটি। বৈশ্বিক 30 থেকে 45 বছরের মধ্যে। বেতন 67300 থেকে 173200 টাকা। আবেদন ফি পশ্চিমবঙ্গের sc and st প্রার্থীদের জন্য 700 টাকা বাকিদের জন্য 1500 টাকা । আবেদন করতে হবে অনলাইনে কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

system manager – এই পদের মোট শূন্যপদ দুটি। 31 থেকে 35 বছর বয়স লাগবে। বেতন 67300 – 173200 টাকা। আবেদন ফি পশ্চিমবঙ্গের sc and st প্রার্থীদের জন্য 700 টাকা বাকিদের জন্য 1500 টাকা । আবেদন করতে হবে উন্নয়ন কলকাতা এয়ারপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের শেষ তারিখ আসার আগেই।

Kolkata high court jobs 2021 online apply Start and end date

কলকাতা হাইকোর্টে চাকরি 2021 অনলাইন আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে পারবেন 11 ই জানুয়ারি থেকে এবং আবেদন করার শেষ সময় 27 জানুয়ারি পর্যন্ত। আরো বিস্তারিত জানতে কল করুন অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন www.alcuttahighcourt.gov.in

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment