ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে নিয়োগ 2020-21, join indian coast guard recruitment vacancy details

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে  মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ-ডি কর্মী নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে join indian coast guard  এর অফিশিয়াল ওয়েবসাইট। যদি আপনারা কোস্টগার্ডের এ সমস্ত চাকরির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই বিস্তারিত দেখুন। 

https://yuktidhara.com/2020/11/indian-coast-guard-new-recruitment-vacancy-apply-online.html
Coast guard job

নিচে বিস্তারিত দেখুন

এখানে যে সমস্ত শূন্য পদ গুলি রয়েছে সমস্ত পদগুলির জন্যই পশ্চিমবঙ্গ সহ যে কোন রাজ্যের যেকোনো জেলা থেকেই  আবেদন করতে পারবেন। 

কোন কোন পদে আবেদন চলছে – কুক এবং স্টুয়ার্ড

কুক

শিক্ষাগত যোগ্যতা 

৫০% রেজাল্ট সহ মাধ্যমিক পাস, সাথে যদি আপনি খেলাধুলার সার্টিফিকেট পেয়ে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন, সার্টিফিকেট গুলি যদি রাজ্য ও কেন্দ্রীয় লেভেলের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 

বয়স 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

কুক পদের জন্য আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে ১ এপ্রিল ২০২১ হিসাবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। 

কুক পদে কি কাজ করতে হবে

এ পদের জন্য চাকুরী পেয়ে গেলে আপনাকে যে সমস্ত কাজ করতে হবে সেগুলি হল , খাবার তৈরি করা ভেজিটেবল এবং নন ভেজিটেবিল খাবার তৈরি করা , এছাড়া বিভিন্ন ধরনের খাবার সম্পর্কিত কাজকর্ম করা। 


স্টুয়ার্ড

শিক্ষাগত যোগ্যতা

join indian coast guard এর  স্টুয়ার্ড পদের জন্য আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৫০% রেজাল্ট সহ মাধ্যমিক ,পাস সাথে যদি আপনার খেলার সার্টিফিকেট থেকে থাকে রাজ্য কেন্দ্রীয় লেভেলের সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। 

বয়স

স্টুয়ার্ড পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে ১ এপ্রিল ২০২১ এর হিসাবে। তাছাড়া সংরক্ষিত জাতি থেকে ফরম ফিলাপ করলে যথারীতি বয়সে ছাড় পাবে। 

স্টুয়ার্ড পদে কি কাজ করতে হবে

এ পদের জন্য আপনাকে যে সমস্ত কাজ করতে হবে সেগুলি হল – ওয়েটার অথবা হাউসকিপিং বা যে কোন খাবারের মেনটেনেন্স এবং হিসাব নিকাশ যেকোনো খাবারকে সযত্নে রাখার কাজ, মেনু তৈরি করার কাজ বিভিন্ন ধরনের কাজ আপনাকে করতে হবে। 

মোট শূন্যপদ

join indian coast guard এর এই নিয়োগের দুটি পদ মিলিয়ে কুক এবং স্টুয়ার্ড মিলিয়ে মোট শূন্যপদ 50 টি। 

যার মধ্যে Gen – 20 , EWS – 5, obc – 14,st – 3,sc – 8 শূন্য পদ রয়েছে। 

বেতনক্রম

উপরের দুটি পদের জন্য বেতন হবে ২১৭০০ থেকে ৪৭৬০০ পর্যন্ত। 

শারীরিক মাপজোক 

উচ্চতা

এ সমস্ত পদের জন্য আবেদন করতে গেলে মিনিমাম আপনার উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার। তাছাড়া পাহাড়ি এলাকা হলে এবং অন্যান্য সংরক্ষিত জাতি থেকে বিলং করলে সরকারি নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে। 

বুকের ছাতি

বুকের ছাতি ক্ষেত্রে মিনিমাম যা থাকবে তার থেকে ৫ সেন্টিমিটার ক্ষমতা থাকতে হবে। 

ওজন

উচ্চতার সাথে সামঞ্জস্য রেখে ওজন থাকতে হবে।

আবেদন পদ্ধতি

সমস্ত পদের জন্য অনলাইন থেকে আবেদন করতে হবে পণ্য কোন মডেল আবেদন করা যাবে না অনলাইন থেকে আবেদন করার জন্য ভিজিট  করুন www.joinindiancoastguard.gov.in এবং এখান থেকেই আপনাদের আবেদন করতে হবে। 

আবেদনের শুরু ও শেষ তারিখ

অনলাইন আবেদন শুরু হয়েছে ৩০ নভেম্বর থেকে এবং শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। 

পরীক্ষা সেন্টার

যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছেন সে ক্ষেত্রে উত্তর-পূর্ব জোনে আবেদন করতে হবে। এই জোনে  অন্তর্ভুক্ত রয়েছে –  বিহার, ঝাড়খন্ড, মিজোরাম, পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম, মেঘালয়, মনিপুর,অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সমস্ত রাজ্যের পরীক্ষার সেন্টার হবে কলকাতা। 

আরো বিস্তারিত জানার জন্য ফলো করুন  www.joinindiancoastguard.gov.in

Share post
যুক্ত হন আমাদের সাথে

1 thought on “ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে নিয়োগ 2020-21, join indian coast guard recruitment vacancy details”

Leave a Comment