গ্রুপ ডি, ক্লার্ক এবং গেস্ট টিচার পদে নিয়োগ , রাজ্যের মডেল স্কুলে শুধু ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

মুর্শিদাবাদ জেলার মডেল স্কুলগুলিতে গ্রুপ ডি, ক্লার্ক এবং গেস্ট টিচার পদে নিয়োগের জন্য অফিশিয়াল ভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। 

https://www.yuktidhara.com/2020/10/guest-teachers-recruitment-in-west-bengal-2020-21.html
guest teacher group d and clerk job 

যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার আগে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাকে দেখে নিতে হবে। নিচে সম্পূর্ণ বিবরণ দেখুন:-


যেসব তথ্যগুলি আপনাকে জানতে হবে সেগুলি হল:- 

(1) কোন কোন পদে নিয়োগ হবে। 

(2) কোন কোন মডেল স্কুলে নিয়োগ হবে।

 (3) মোট শূন্যপদ কত রয়েছে। 

(4) গেস্ট টিচার শিক্ষাগত যোগ্যতা। 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

(5) গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা। 

(6) ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা। 

(7) বয়স কত লাগবে। 

(8) আবেদন করার শুরু এবং শেষ তারিখ। 

(9) প্রার্থী বাছাই কিভাবে হবে। 

(10) আবেদনের ফর্ম কোথায় পাওয়া যাবে। 


কোন কোন পদে নিয়োগ হবে:- মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশন এবং কান্দি সাব ডিভিশন এর অন্তর্গত বিভিন্ন মডেল স্কুলে শিক্ষক গ্রুপ-ডি কর্মী এবং ক্লার্ক পদে নিয়োগ হবে। 


কোন কোন মডেল স্কুলে নিয়োগ হবে:- মুর্শিদাবাদ জেলার 9 টি বিডিও অফিসের অন্তর্গত 9 টি মডেল স্কুলে এই নিয়োগটি হবে । এগুলি হল – 

       খরগ্রাম ব্লকের অন্তর্গত মডেল স্কুল

       কান্দি ব্লকের অন্তর্গত মডেল স্কুল

       ভরতপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত মডেল স্কুল

       ভরতপুর দু নম্বর ব্লকের অন্তর্গত মডেল স্কুল। 

       সামসেরগঞ্জ ব্লক এর অন্তর্গত মডেল স্কুল। 

       রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত মডেল স্কুল। 

       রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত মডেল স্কুল। 

       সুতি 1 নম্বর ব্লকের অন্তর্গত মডেল স্কুল। 

       ছুটি 2 নম্বর ব্লকের অন্তর্গত মডেল স্কুল। এই সমস্ত মডেলের স্কুলগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। 


মোট শূন্যপদ কত রয়েছে:- দুটি সাব ডিভিশনের নয়টি মডেল স্কুলের সমস্ত পদ মিলিয়ে মোট 27 পদে নিয়োগ হবে যার জন্য শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 


গেস্ট টিচার শিক্ষাগত যোগ্যতা:- অনার্স গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট রিটায়ার্ড স্কুল শিক্ষক সাথে বিয়ে ডিগ্রী আবশ্যিক। 


গ্রুপ ডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা।:- রিটায়ার্ড ক্লাস এইট পাস সরকারী চাকুরীজীবী ভালো শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে আবেদন করতে পারবেন গ্রুপ ডি পদের জন্য। 


ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা:- রিটায়ার্ড এইচএস পাস সরকারী চাকুরীজীবী অথবা উচ্চ মাধ্যমিক স্কুলের রিটায়ার্ড ক্লার্ক হলে আবেদন করতে পারবেন। 


বয়স কত লাগবে:- উপরের সমস্ত পদের জন্য বয়স হতে হবে 60 থেকে 63 বছরের ভেতরে। 


আবেদন করার শুরু এবং শেষ তারিখ:- Guest teacher and group d and Clerk পদের জন্য 1 অক্টোবর থেকে আবেদন চলছে এবং আবেদন করতে পারবেন নভেম্বরের 3 তারিখ পর্যন্ত। 


প্রার্থী বাছাই কিভাবে হবে:- সমস্ত পদের জন্য প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। যাদের যাদের দরখাস্ত ঠিকঠাকভাবে থাকবে তাদেরকে নির্দিষ্ট সময়ে এসএমএস অথবা ই-মেইল করে জানিয়ে দেয়া হবে ইন্টারভিউয়ের ঠিকানা ও সময়। 


আবেদনের ফর্ম কোথায় পাওয়া যাবে:- দরখাস্ত করার জন্য আপনাদের যে ফরমটি প্রয়োজন সেটি মুর্শিদাবাদ জেলার এর অফিশিয়াল ওয়েবসাইট www.murshidabad.gov.in থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। 

Related query 

Q1. Guest teacher vacancy in govt model school ?

A. Guest teacher new recruitment notification out for govt model school of Murshidabad district under 9 block level area’s 9 model school, you can apply for this job, for get details view this article. 

Q2. Group d and Clark recruitment govt model school west Bengal 2020-21?

A. If you want to get group d or Clerk job in west Bengal govt school then you can apply for it , to know how to apply and any other important information related this recruitment notification then you view here carefully before apply. 

Q3. Education qualifications for guest teachers? 

A. Retired secondary graduate/post graduate school teacher along with B.ed degree need for apply. 


Share post
যুক্ত হন আমাদের সাথে

2 thoughts on “গ্রুপ ডি, ক্লার্ক এবং গেস্ট টিচার পদে নিয়োগ , রাজ্যের মডেল স্কুলে শুধু ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ”

Leave a Comment