West Bengal judicial examination 2020, West Bengal psc judicial exam notifications 2020 apply link and details

বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে দেয়া হয়েছে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2020  র জন্য।

IMG 20200707 100809 »
WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

 এখানে আপনি পশ্চিমবঙ্গের যেকোন জায়গা থেকে আবেদন করতে পারবেন তার জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস প্রথমে আপনাকে দেখে নিতে হবে। আপনি পশ্চিমবঙ্গের যেকোন জায়গা থেকে সমস্ত পদগুলিতে আবেদন করতে পারবেন তাই জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এরকম থাকতে হবে এবং এর সাথে সাথে । আপনাকে অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে যদি আপনি নেপালি ভাষা থেকে বিলং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না।

তো চলুন বিস্তারিত জেনে নেব আমরা এক নজরে 
:- পরীক্ষার নাম:- পশ্চিমবঙ্গ জুডিশিয়াল পরীক্ষা 2020। 
পদের নাম :- পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস সিভিল জর্জ (জুনিয়র ডিভিশন)। 
বেতন :- 27700 থেকে 44770
শূন্যপদ :- মোট শূন্যপদ 26 টি এর মধ্যে – জেনারেল 16 টি, তপশিলি জাতি 3 ,তপশিলি উপজাতি 2 , obc-b 3,obc-A 2, pwd 1  . 
যোগ্যতা :- 
(১) আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে। 
(২) পশ্চিমবঙ্গের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই আইনের ডিগ্রী কোর্স পাস হতে হবে। 
(৩) আপনাকে অ্যাডভোকেট হিসাবে বার কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে যে কোন রাজ্যের বা কোন কেন্দ্রশাসিত রাজ্য। 
(৪) আপনাকে অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাছাড়া , (যদি আপনি নেপালি ভাষা থেকে বিলং করে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না ) । 
বয়স :- 
বয়সের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার বয়স 23 বছরের কম না হয় এবং 35 বছরের বেশি না হয়, অর্থাৎ আপনার জন্ম তারিখ হতে হবে 05/07/1987 থেকে 04/07/1997 এর মধ্যে। 
এখানে যদি আপনার বয়স বেশি থাকে সেক্ষেত্রে :- 
আপনি যদি (এসটি,এসটি) থেকে বিলং করেন সেক্ষেত্রে ৫ বছর ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি থেকে বিলং করে ৩ বছর বয়সে ছাড় আপনি পাবেন। 
গুরুত্বপূর্ণ তারিখ:- 
 অনলাইন দরখস্ত শুরু হবে 7 জুলাই থেকে এবং চলবে 2 আগস্ট 2020 পর্যন্ত, অনলাইনে আবেদন ফি কাটানো যাবে 2 আগস্ট পর্যন্ত এবং অফলাইনে আবেদন ফি কাটানো যাবে 3 আগস্ট পর্যন্ত।
আবেদন ফি:- 
 210 টাকা ,এসসি (sc) এসটি (st) থেকে বিলং করে আবেদন ফি লাগবে না, অন্য রাজ্য থেকে বিলং করলেও আবেদন ফি আপনাকে দিতে হবে না , pwd হলেও আবেদন ফি দিতে হবে না। 
প্রার্থী বাছাই পদ্ধতি:- 
 প্রথমে হবে প্রেলিমিনারি পরীক্ষার mcq টাইপ ,তারপরে হবে ডেস্ক্রিপটিভ পরীক্ষা ,তারপরে হবে পার্সোনালিটি টেস্ট পরীক্ষা। 
প্রিলিমিনারি পরীক্ষা হবে:-  কলকাতা এবং দার্জিলিং এই ২টি সেন্টারে, এবং লিখিত পরীক্ষা হবে 2021 সালে কলকাতায়। 
                     Apply online

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment