Homeguard 2020 |
এখানে ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবেন মুর্শিদাবাদ জেলার ভেতরে বহরমপুর পুলিশ ডিস্ট্রিক এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক এই জায়গাতে হবে রিকুটমেন্ট। 1962 সালের পশ্চিমবঙ্গ হোমগার্ড রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু রিকুটমেন্ট হচ্ছে। এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই মুর্শিদাবাদ ডিসটিক এ তিন বছরের বাসিন্দা হতে হবে।
পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ক্লাস এইট পাস হয়ে থাকতে হবে। এই হোম গার্ড রিক্রুটমেন্টে মোট শূন্যপদ রয়েছে 315 জন।
ছেলেমেয়ে উভয়কে মিলিয়ে টোটাল 315 জন কে নিয়োগ করবে এই হোমগার্ড রিক্রুটমেন্ট বোর্ড। এই হোমগার্ড পদে আবেদন করতে গেলে আপনার শারীরিক মাপজোক নির্দিষ্ট থাকতে হবে। পাশাপাশি আপনার বয়স থাকতে হবে 18 বছর থেকে 35 বছরের ভেতরে .
তাছাড়া আপনি যদি obc, sc, st কাস্ট থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনার যদি বয়স বেশি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন।
এই সমস্ত পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন ফরমেট নিয়ে আবেদন করতে হবে অফলাইনে।
কেননা এখানে অনলাইন আবেদন করার কোনো সিস্টেম নেই আপনাকে অফলাইনে আবেদন করতে হবে
এবং বাই পোস্ট আপনাকে সেই পোষ্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট জায়গাতে মানে মুর্শিদাবাদ ডিসটিক এসপি অফিস রয়েছে পুলিশ সুপারিনটেনডেন্ট অফিস এখানে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে 31 আগস্ট 2020 এই টাইম এর মধ্যে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন পদের জন্য মানে পুরুষের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপজোক থাকা দরকার এবং মহিলাদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপজোক থাকা দরকার
যদি আপনি পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে
- আপনার শারীরিক মাপজোক লাগবে উচ্চতা অন্তত 160 সেন্টিমিটার
- বুকের ছাতি লাগবে 76 সেন্টিমিটার
- ওজন লাগবে 51 কেজি
ফোমের সম্পূর্ণ ঠিকঠাক ভাবে যদি আপনি ফিলাপ করে থাকেন সেক্ষেত্রে তারা যদি ফোনটি আপনি রিসিভ করে ফেলে তাহলে আপনাকে প্রথমে কল লেটার পাঠাবে শারীরিক মাপজোক এর জন্য।
যখন আপনি শারীরিক মাপজোক এর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তারপরে আপনাকে পাঠিয়ে দেয়া হবে রানের জন্য।
- রান হবে 800 মিটার এবং সেখানে আপনার টাইম থাকবে 3 মিনিট
- 12 ফুট লংজাম্প থাকবে
- 100 মিটার রান হবে টাইম থাকবে 15 সেকেন্ড
এছাড়া যদি আপনি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে
- আপনার শারীরিক মাপজোক মিনিমাম উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার
- ওজন হতে হবে 44 কেজি
- সকল মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম
যদি আপনি ঠিকঠাকভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কি সমস্ত ডকুমেন্ট সহ ঠিকঠাকভাবে ফিলাপ করে জমা করে আসেন মানে পোস্ট অফিসের মাধ্যমে জমা করেন তাহলে তারা যদি আপনার ফর্মটা রিসিভ করে নেয় তাহলে আপনাকে কল লেটার পাঠাবে।
আপনার শারীরিক মাপজোক এর জন্য প্রথমে আপনাকে ডাকা হবে।
যদি আপনি শারীরিক মাপজোক এর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান তারপরে আপনাকে মাঠে নামানো হবে রানের জন্য।
- আপনার এখানে রান হবে 400 মিটার সময় থাকবে 2 মিনিট
- আপনার লং হবে 8 ফিট
- 100 মিটার রান হবে সেখানে টাইম থাকবে 25 সেকেন্ড
চলুন এবার দেখে নেবো আবেদন পদ্ধতি এক নজরে সমস্ত ডিটেইলস দেখতে থাকুন
Application form |
আপনার বয়সের প্রমাণ হিসেবে ডকুমেন্ট দেবেন মাধ্যমিক ADMIT .