পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ১০ হাজার ৩৭০ জন কনস্টবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ , 10370 WBP new Recruitment 2021 ,

সারা রাজ্যবাপী আবার প্রচুর সংখ্যায় নিয়োগ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ১০ হাজার ৩৭০ জন কনস্টবল এন্ড সাব ইন্সপেক্টর  পদে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
https://www.yuktidhara.com/2020/12/10370-wbp-new-recruitment-2021.html
wbp new vacancy 2021


আজ রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি নিজে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে মেয়ে সকলেই এই চাকুরীর জন্য আবেদন করতে পারবেন।কোন পদে কত শূন্যপদ আছে সম্পূর্ণ ভাবে তিনি বলে দিয়েছেন তাই সব তথ্য জানতে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। 

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ১০ হাজার ৩৭০ জন কনস্টবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ এর মধ্যে কোন পদে কত জন করে শূন্যপদ আছে নিচে দেখুন বিস্তারিত।

কনস্টবল পদের জন্য ঘোষণা করেছেন ৯২৮২ টি শূন্যপদ। 

সাব ইন্সপেক্টর  পদের জন্য ঘোষণা করেছেন ১০৮৮ টি শূন্যপদ। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

সব রকম মিলিয়ে মোট ১০ হাজার ৩৭০ টি নতুন শূন্যপদে নিয়োগের অনুমতি সরকারি ভাবে দিয়ে দেওয়া হয়েছে। 

তাই আপনারা দেরি নাকরে যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ এর চাকুরী করতে ইচ্ছুক খুব শিগ্রই নিজেকে তৈরী রাখুন অনলাইন ফর্ম ফিললাপ্  করার জন্য। 

যদি আপনি এখনও পর্যন্ত জানেননা যে পশ্চিমবঙ্গ পুলিশ এ কেমন কি যোগ্যতা লাগে তাহলে নিচে দেওয়া বিস্তারিত তথ্য এক নজরে দেখেনিন :- 

পশ্চিমবঙ্গ পুলিশ এ আবেদন করতে হলে ছেলেদের বেলায় শারীরিক উচ্চতা হতে হবে মিনিমাম ১৬৭ সেমী। তাছাড়া বিভিন্ন কাস্ট অনুযায়ী উচ্চতা তে ছাড় রয়েছে। যেমন – গোর্খা/রাজবংশী/সাঁওতালি/এটি/ হলে ১৬০ সেমী হলেই আবেদন যোগ্য।

নিয়োগ পদ্ধতি :- মোট চার টি ধাপে নিয়োগ হয় 

প্রথমে প্রিলিমিনারী পরীক্ষা। 

শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা। 

মাইন্ পরীক্ষা বা চূড়ান্ত পরীক্ষা। 

পার্সোনালিটি বা ইন্টারভিউ। 

এরপর তৈরি হয় চূড়ান্ত তালিকা বা প্যানেল লিস্ট। 

মেয়েদের বেলায় রাজ্য পুলিশ এর কনস্টবল পদে আবেদন করতে হলে শারিরীক উছাত হতে হবে মিনিমাম ১৬০ সেমী। তাছাড়া বিভিন্ন সংরক্ষিত জাতি হিসাবে উচ্চতায় ছাড় রয়েছে। 

কনস্টবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হয় ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস। 

তাছাড়া যদি আপনি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চান  তাহলে  শিক্ষাগত যোগ্যতা হতে হবে মিনিমাম গ্রাজুয়েশন পাস যেকোনো শাখায়। 

এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই অফিসিয়াল বিজ্ঞাপ্তি প্রকাশিত হওয়ার পর আরো গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আপনি পশ্চিমবঙ্গ পুলিশ এর নিজস্ব পেজে ভিজিট করুন। ধন্যবাদ 

Share post